প্রকাশিত : ৮ জুলাই, ২০২১ ২২:৩০

নির্দেশনা অমান্য করে বসানো পশুর হাট ভেঙে দিল প্রশাসন

পঞ্চগড় প্রতিনিধি
নির্দেশনা অমান্য করে বসানো পশুর হাট ভেঙে দিল প্রশাসন

সরকারি নির্দেশনা উপেক্ষা করে বসা পঞ্চগড় জেলা শহরের রাজনগর পশুর হাট বন্ধ করে দিয়েছে প্রশাসন। রাজনগর হাটের ইজারাদার গতকাল বৃহস্পতিবার সকাল থেকে পশুর হাটের কার্যক্রম শুরু করে। এর আগে ইজারাদারের লোকজন চারপাশে পশুর হাট চালু করার খবরটি ছড়িয়ে দেয়। এতে বৃহস্পতিবার সকাল থেকে দূর দূরান্ত থেকে পশু নিয়ে আসে ব্যবসায়ীসহ খামারিরা। মুহুর্তেই রাজনগর পশুর হাটের দুইটি স্থান হাজারো মানুষের ভিড় জমে যায়। পরে খবর পেয়ে পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ হোসেন ও ভূমি কার্যালয়ের সহকারী কমিশনার আমিনুল ইসলাম পুলিশ ও বিজিবি সঙ্গে নিয়ে ছুটে যান ওই পশুর হাটে। পরে পুলিশ ও বিজিবি হাটের কার্যক্রম বন্ধ করে দিয়ে হাটে আসা লোকজনকে সরিয়ে দেন। তবে স্থানীয় জনপ্রতিনিধিদের মৌখিক নির্দেশ পেয়ে পশুর হাট চালু করেন বলে স্বীকার করে ইজারাদার মোশারফ হোসেন বলেন, হাট বন্ধ থাকায় আর্থিক ক্ষতির শিকার হচ্ছি।সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ হোসেন বলেন, প্রশাসনকে না জানিয়ে গোপনে রজনগর পশুর হাট চালু করেন ইজারাদার। খবর পেয়ে হাট ভেঙে দেয়া হয়েছে। নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হবে।

উপরে