প্রকাশিত : ৮ জুলাই, ২০২১ ২২:৪২

বগুড়ায় রেলওয়ে শ্রমিক লীগের মাস্ক বিতরণ

ষ্টাফ রিপোর্টার
বগুড়ায় রেলওয়ে শ্রমিক লীগের মাস্ক বিতরণ

করোনা সংক্রমণ রোধে বগুড়ায় পথচারী এবং ছিন্নমুল মানুষদের মাঝে মাস্ক ও হ্যান্ডস্যানিটাইজার বিতরণ করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে বগুড়া রেলস্টেশন চত্বরে বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগ জেলা শাখার উদ্যোগে এসব মাস্ক বিতরণ করা হয়।
এতে উপস্থিত ছিলেন রেলওয়ে শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক রায়হান কবির, বগুড়ার স্টেশন ইনচার্জ সাজেদুর রহমান সাজু, রেলওয়ে শ্রমিক লীগ জেলা শাখার সভাপতি রহমত আলী, সম্পাদক রফিকুল ইসলাম, অতিরিক্ত সম্পাদক আবিদ হাসান পিন্টু, সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান  নয়ন, রেলওয়ে পোষ্য সোসাইটির সভাপতি ইমান হোসেন রকি প্রমুখ।
বিতরণকালে নেতারা বলেন, করোনা প্রাদুর্ভাব দিন দিন বেড়েই চলছে। এ ভাইরাস একটি মহামারী রোগ, এর সংক্রমণ রোধে নিয়মিত হাত ও মুখ ধুতে হবে এবং মাস্ক ব্যবহার করতে হবে। দ্বিতীয় ধাপে করোনা মোকাবিলায় সরকারের পাশাপাশি সবাইকে এগিয়ে আসতে হবে।
ছবি-ক্যাপশন: গতকাল বৃহস্পতিবার বগুড়া রেলস্টেশন চত্বরে রেলওয়ে শ্রমিক লীগ জেলা শাখার উদ্যোগে পথচারী ও ছিন্নমুল মানুষদের মাঝে মাস্ক ও হ্যান্ডস্যানিটাইজার বিতরণ করা হয়।

উপরে