প্রকাশিত : ৮ জুলাই, ২০২১ ২২:৪৫

বগুড়ায় অপহণের পর হত্যার হুমকি,১ লক্ষা টাকা মুত্তিপণ দাবি

ষ্টাফ রিপোর্টার
বগুড়ায় অপহণের পর হত্যার হুমকি,১ লক্ষা টাকা
মুত্তিপণ দাবি

বগুড়ায় অপহরণের পর হত্যার হুমকি দিয়ে ১ লক্ষ টাকা মুক্তিপনের অভিযোগে পুলিশ একাধিক মামলার আসামী পেশাদার অপহরণকারি  মিথুন খান (৩২) নামে এক অপহরণকারিকে গ্রেফতার করেছ। পুলিশ জানায়, মিথুন বগুড়া শহরের চকনাটাইপাড়ার মৃত নেহাল খানের ছেলে।এঘটনায় ভিকটিমের পিতা বাদি হয়ে ৩ জনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাতনামা ৪ জনকে আসামী করে বগুড়া সদর থানায় একটি মামলা দায়ের করেছে। পুলিশ জানায়,বগুড়ার  ধুনটের বিলচাপড়ী গ্রামের আব্দুল হালিমের ছেলে করতোয়া অফিসের শ্রমিক বদিউজ্জামান (২৫) গত ৬ জুলাই দুপুরে বগুড়া শহরতলীর পুরানবগুড়া তিন মাথা রেল ঘুমটি এলাকায় আসে। এসময় এক মহিলা প্রেমের প্রলোভন দিয়ে তাকে  রিক্সায় তুলে গোপন স্থানে নিয়ে আটক রেখে ওই মহিলা ও  মিথুন খানসহ ৭/৮ জন অপহরণকারি ভিকটিম বদিউজ্জামানের নিকট  ১ লক্ষ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না পেয়ে হত্যার হুমকি দিয়ে তাকে মধ্যযুগীয় কায়দায় মারপিট করতে থাকে। এক পর্যায়ে অপহরণকারিরা বদিউজ্জামানের বড় ভাই শাজাহান’র  নিকট বিকাশের মাধ্যমে ১ লক্ষ টাকা চাঁদা দাবি করে। বিষয়টি  বদিউজ্জামানের পিতা বগুড়া সদর থানায় অবহিত করে। পরে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদের পরিকল্পনায় ও  নির্দেশে এস আই সোহেল রানা সাদা পোষাকে গত ৬ জুলাই দিবাগত গভীর রাতে  সঙ্গীয় ফোর্সসহ শহরের জামিলনগর এলাকায় অভিযান চালিয়ে মিথুন খানকে গ্রেফতার করলেও অন্যরা পালিয়ে যায়।ঘটনাস্থল থেকে পুলিশ  ভিকটিম বদিউজ্জানকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।  মামলার তদন্তকারি কর্মকর্তা এস আই সোহেল রানা জানান, মিথুন পেশাদার অপরাধী, তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েয়ে। অন্য আসামীদের গ্রেফতারের চেস্টা চলছে।

উপরে