প্রকাশিত : ৯ জুলাই, ২০২১ ১৪:৫০

বগুড়ায় একদিনে আরো ১৫ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক
বগুড়ায় একদিনে আরো ১৫ জনের মৃত্যু

বগুড়ায় গত ২৪ ঘণ্টায় আরো ১৫ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে করোনায় আক্রান্ত হয়ে ৯ জন এবং উপসর্গ নিয়ে মারা গেছেন ৬ জন। বগুড়ার তিনটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

শুক্রবার বগুড়া সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. সাজ্জাদ উল হক এতথ্য জানিয়েছেন।

তিনি জানান, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮ টা পর্যন্ত বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে ৪ জন, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ৩ জন এবং টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ২জন করোনা রোগী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এদের মধ্যে ৫ জন নারী ও ৪ জন পুরুষ। একই সময়ে মোহাম্মদ আলী হাসপাতাল ও শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন আরো ৬ জন।

এছাড়াও গত ২৪ ঘণ্টায় বগুড়ায় ৫১২ জনের নমুনা পরিক্ষা করে ১৭০ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ৩৩ দশমিক ২০ শতাংশ। একই সময়ে সুস্থ হয়েছেন ৯৫ জন। বগুড়ায় মোট আক্রান্তের সংখ্যা ১৫ হাজার ৪২৭ জন। এরমধ্যে সুস্থ হয়েছেন ১৩ হাজার ৩৪৫ জন, মারা গেছেন ৪৫৫ জন।এখন চিকিৎসাধীন রয়েছেন ১ হাজার ৬২৭ জন।

উপরে