প্রকাশিত : ৯ জুলাই, ২০২১ ১৬:১৪

সৈয়দপুরে এক করোনা রোগীর মৃত্যু

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
সৈয়দপুরে এক করোনা রোগীর মৃত্যু

নীলফামারীর সৈয়দপুরে হাসপাতালে চিকিৎসাধীন  অবস্থায় করোনা আক্রান্ত  হয়ে এক রোগী মারা গেছেন। মতিয়ার রহমান (৮০) নামের ওই ব্যক্তি ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের কোভিড -১৯ আইসোলেশন ওয়ার্ডে ভর্তি ছিলেন। এ নিয়ে শুক্রবার  পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে সৈয়দপুর উপজেলায় মৃতের সংখ্যা দাঁড়াল ১৫-এ।

খোঁজ নিয়ে জানা যায়, নীলফামারীর ডিমলা ‍উপজেলার রামডাঙ্গা এলাকার বাসিন্দা মতিয়ার রহমান (৮০)। তিনি গত কয়েকদিন আগে সৈয়দপুর  পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের নিমবাগান এলাকায় তার এক ছেলের বাসায় বেড়াতে আসেন। এখানে এসে তিনি  আকস্মিক অসুস্থ হয়ে পড়েন। পরবর্তীতে তাকে গত ৬ জুলাই  করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয় ।  আর গত ৭ জুলাই তার র‌্যাপিড এ্যান্টিজেন পরীক্ষায় করোনা পজিটিভ  রেজাল্ট আসে তার। তিনি গত বৃহস্পতিবার (৮ জুলাই) রাত আনুমানিক ১১টার দিকে হাসপাতালে মারা যান। মৃত. মতিয়ার রহমানের পুত্রবধু সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স হিসেবে কর্মরত রয়েছেন।

হাসপাতালের কোভিড-১৯ আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন এক রোগীর মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন সৈয়দপুর ১০০  শয্যা বিশিষ্ট হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা.  মো. ওমেদুল হাসান সরকার। তিনি জানান, হাসপাতালের কোভিড-১৯ আইসোলেশন ওয়ার্ডে  ১০ জন করোনা আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে গত বৃহস্পতিবার রাতে মতিয়ার রহমান নামের ওই রোগীটি মারা যান।

 

উপরে