প্রকাশিত : ১০ জুলাই, ২০২১ ১৪:৫৭

বগুড়ায় করোনা ও উপসর্গ নিয়ে আরও ১৩ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক
বগুড়ায় করোনা ও উপসর্গ নিয়ে আরও ১৩ জনের মৃত্যু

বগুড়ায় গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে আরও ১৩ জন মৃত্যুবরণ করেছেন।

শনিবার বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, বগুড়ার তিনটি হাসপাতাল ও নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় এই ১৩ জন মারা গেছেন। একই সময় নতুন করে করোনায়  আক্রান্ত হয়েছেন ৯৭ জন এবং সুস্থ হয়েছেন ১০৫ জন।

তিনি আরও জানান, করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া ৫ জনের মধ্যে ২ জন বগুড়ার এবং নাটোর, দিনাজপুর ও জয়পুরহাট জেলার ১ জন করে রয়েছেন। এছাড়াও বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল ও শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় ৮ জন মারা গেছেন।

মোস্তাফিজুর রহমান তুহিন জানান, গত ২৪ ঘণ্টায় ৩২৮ জনের নমুনা পরীক্ষা করে নতুন রোগী শনাক্ত হয়েছেন ৯৭ জন। আক্রান্তের হার ২৯ দশমিক ৫৭ শতাংশ। এ নিয়ে বগুড়ায় মোট আক্রান্তের সংখ্যা ১৫ হাজার ৫২৪ জন। এরমধ্যে সুস্থ হযেছেন ১৩ হাজার ৪৫০ জন। করোনায় মোট মারা গেছেন ৪৬০ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৬১৪ জন।

উপরে