প্রকাশিত : ১১ জুলাই, ২০২১ ২২:৪০

বগুড়ায় সনাতন ধর্মাবলম্বীদের পাশে দাঁড়ালেন লাখিন

ষ্টাফ রিপোর্টার
বগুড়ায় সনাতন ধর্মাবলম্বীদের পাশে দাঁড়ালেন লাখিন

সকল ধর্মের একই সুর মানুষকে ভালোবাসা। সৃষ্টির সেরা জীব মানুষকে ভালোবাসতে হলে তাদের সুখে-দুখে পাশে দাঁড়াতে হবে। ‘জীবের প্রেম করে যে জন, সে জন সেবিছে ঈশ্বর’ অর্থ্যাৎ মানবসেবা ব্যতিত স্রষ্টার নৈকট্য লাভ করা সম্ভব নয়। ধর্ম-বর্ণ, গোত্র নির্বিশেষে ভেদাভেদ ভুলে গিয়ে একে অপরের পরিপূরক হিসেবে কাজ করতে হবে। এ দেশের একই স্তন্যোর লালিত সন্তানদের রয়েছে সমান অধিকার। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অসাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে সকল ধর্মের মানুষের কল্যাণে কাজ করার নির্দেশ দিয়েছেন। বর্তমান সরকার নোভেল করোনা ভাইরাস মোকাবেলায় নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় আমাদের উচিত সরকারের পাশাপাশি তাদের পাশে দাঁড়ানো।

গতকাল রোববার বগুড়া শহরের লতিফপুর দক্ষিণপাড়া মুকুন্দ গোসাই আশ্রমে দু’শতাধিক সনাতন ধর্মাবলম্বীদের মাঝে খাদ্য সামগ্রী, ফলমুল ও স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী বিতরণকালে সবুজ স্বপ্ন ফাউন্ডেশন ও ওয়ার্ল্ডভিউ বিল্ডার্স লিমিটেডের চেয়ারম্যান খায়রুল আলম লাখিন এসব কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন খায়রুল বাশার, ফরহাদ চৌধুরী রিয়া, তামান্না, কায়সার উল আলম প্রমুখ।

উপরে