করোনায় আবারও সর্বোচ্চ শনাক্তের রেকর্ড, মৃত্যু ২২০
দেশে একদিনে করোনা সংক্রমণে নতুন রোগী শনাক্তে আবারও রেকর্ড হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন ১৩ হাজার ৭৬৮ জন রোগী শনাক্ত হয়েছে। এ সময়ে মৃত্যু হয়েছে আরও ২২০ জনের।
দেশে এখন পর্যন্ত ১০ লাখ ৩৪ হাজার ৯৫৭ জনের দেহে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ১৬ হাজার ৬৩৯ জনের মৃত্যু হয়েছে।
সোমবার স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

অনলাইন ডেস্ক