প্রকাশিত : ১২ জুলাই, ২০২১ ২১:২৬

শিবগঞ্জে ময়দানহাট্টায় করোনা সচেতনা প্রচারণায় ইউপি সদস্যকে মারপিট থানায় অভিযোগ

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
শিবগঞ্জে ময়দানহাট্টায় করোনা সচেতনা  প্রচারণায় ইউপি সদস্যকে মারপিট থানায় অভিযোগ

বগুড়ার শিবগঞ্জ উপজেলার ময়দানহাট্টা ইউনিয়নের মোস্তফাপুর বাজারে  ইউপি সদস্য করোনা সচেতনা প্রচারণায় করাকালীন সময়ে এক ব্যবসায়ীকে মাস্ক পড়ার অনুরোধ করলে সে ক্ষিপ্ত হয়ে

ইউপি সদস্যকে বেধরক মারপিটের ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলা  ময়দানহাট্টা ইউনিয়নের ১নং ওয়ার্ড সদস্য অসীম মন্ডল শনিবার মোস্তফাপুর বাজার এলাকায় করোনা সচেতনতা প্রচার-প্রচারনা চালান। এসময় তিনি দেখতে পান বাকশন বম্বুপাড়া গ্রামের  ছামেদ আলী এর ছেলে সবুজ হোসেন  তার মুদির দোকানে সে সহ ১০/১২ জন লোক মাস্ক বিহিন সামাজিক দূরত্ব বজায় না রেখে বসে খোশ গল্পে মেতে রয়েছে। উক্ত সময়ে ইউপি সদস্য তাদেরকে স্বাস্থ্য বিধি মেনে চলার কথা বললে তারা উত্তেজিত হয়ে ওঠে। একপর্যায়ে ব্যবসায়ী সবুজ হোসেন, ছামেদ আলী, রফিকুল ইসলাম সহ ১০/১২ জন মিলে ওই ইউপি সদস্যকে বেধরক ভাবে মারপিট করে আহত করে। এসময় স্থানীয় লোকজন ইউপি সদস্যদে উদ্ধার করে শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করে দেয় । এ ব্যাপারে ইউপি সদস্য অসীম মন্ডল বলেন, সবুজ সরকারি লড ডাউন না মেনে এবং স্বাস্থ্য বিধি অপেক্ষা করে জোরপূর্বক ভাবে ব্যবসা পরিচালনা করছে। আমি একজন জনপ্রতিনিধি হিসাবে সরকারের বিধি নিষেধ ও স্বাস্থ্য বিধি মেনে চলার কথা বললে তারা ক্ষিপ্ত হয়ে আমাকে বেধরক ভাবে মারপিট করে।  এ ব্যাপারে  থানা অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

উপরে