প্রকাশিত : ১৩ জুলাই, ২০২১ ২২:১৬

করোনা ভাইরাস প্রতিরোধে বগুড়ায় ১ লাখ ২২ হাজার মাস্ক বিতরণ শুরু ব্র্যাকের

ষ্টাফ রিপোর্টার
করোনা ভাইরাস প্রতিরোধে বগুড়ায় ১ লাখ ২২ হাজার মাস্ক বিতরণ শুরু ব্র্যাকের

করোনা ভাইরাস প্রতিরোধে ও সামাজিক স্বাস্থ্য সচেতনতায় বগুড়া জেলার ১২ উপজেলায় ১ লাখ ২২ হাজার মাস্ক বিতরণ শুরু করেছে বেসরকারি সংস্থা ‘ব্র্যাক’। মঙ্গলবার দুপুরের দিকে বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে বটতলায় মাস্ক বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক জিয়াউল হক। ব্র্যাক স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা কর্মসূচির অধীনে ‘কোভিড-১৯ প্রতিরোধে সামাজিক দূর্গ - ১০২২’ প্রকল্পের আওতায় জেলা ও উপজেলা পর্যায়ে বিশেষ মাস্ক বিতরণ করবে। ব্র্যাকের মাস্ক বিতরণ কর্মসূচির উদ্বোধনকালে জেলা প্রশাসক জিয়াউল হক বলেন, এটি অবশ্যই একটি প্রসংশনীয় উদ্যোগ। সামাজিক স্বাস্থ্য সচেতনায় ব্র্যাকের মত সকল বেসরকারি এনজিও গুলোকে এগিয়ে আসা উচিত। ব্র্যাকের কর্মসূচির আওতায় এই জেলার ১ লাখ ২২ হাজার মাস্ক সাধারণ মানুষের মাঝে বিতরণ করা হবে। যা করোনাকালীন সময়ে খুবই ভাল একটি উদ্যোগ। যার মাধ্যমের গ্রাম ও পাড়া পর্যায়ে মানুষের মাঝে করোনা প্রতিরোধে সচেতনতা সৃষ্টি হবে বলেও মনে করেন তিনি। ব্র্যাক বগুড়া জেলা সমন্বয়ক বাবলি সুরাইয়ার পরিচালনায় এসময় আরও উপস্থিত ছিলেন জেলার সিভিল সার্জন ডাঃ গওসুল আযম চৌধুরী, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সামির হোসেন মিশু, ব্র্যাকের ফিল্ড কো-অর্ডিনেটর রেদাওয়ানুজ্জামান চৌধুরী, ব্র্যাক স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা কর্মসূচির বগুড়া সদরের এলাকা ব্যবস্থাপক আসাদুজ্জামান, ব্র্যাকের টেকনিক্যাল সাপোর্ট কর্মকর্তা মাহবুবুল আলম সহ আরও অনেকে। ব্র্যাক বগুড়া জেলা সমন্বয়ক বাবলি সুরাইয়া জানান, কোভিড-১৯ করোনা ভাইরাস থেকে বাঁচতে মানুষের মাঝে সচেতনতা সৃষ্টি করতে জেলার ১২ উপজেলায় ১ লাখ ২২ হাজার মাস্ক বিতরণ কার্যক্রম শুরু হল আজ থেকে। ‘কোভিড-১৯ প্রতিরোধে সামাজিক দূর্গ - ১০২২’ প্রকল্পের আওতায় এই মাস্ক বিতরণ করা হবে। ব্র্যাক সবসময় সামাজিক কর্মকান্ডের সাথে জড়িত। করোনার শুরু থেকে ব্র্যাক মানুষের মাঝে করোনা থেকে বাঁচতে বিভিন্ন ধরণের প্রচার প্রচারণা অব্যাহত রেখেছে।

উপরে