প্রকাশিত : ১৪ জুলাই, ২০২১ ১৭:২৬

বগুড়ায় ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে টিএমএসএস’র ত্রাণ বিতরণ

প্রেস বিজ্ঞপ্তি
বগুড়ায় ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে টিএমএসএস’র ত্রাণ বিতরণ

কোভিড মহামারিতে ক্ষতিগ্রস্থদের জন্য ত্রাণ সহায়তার অংশ হিসাবে বুধবার বগুড়ায় মম ইন বিনোদন পার্কে ক্ষতিগ্রস্থ ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়।

টিএমএসএস এর সার্বিক ব্যবস্থাপনায় উক্ত ত্রাণ বিতরণে স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে ১৫ কেজি চাল, আলু, সয়াবিন তেল, লবণ, আটা, সাবান, গুরা মরিচসহ ত্রাণ প্যাকেট বিতরণ করা হয়। এসময় স্বাস্থ্যবিধি মেনে নিরাপদ দূরত্ব বজায় রেখে বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।

উক্ত ত্রাণ বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন টিএমএসএস’র নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম, ওয়ান ব্যাংকের বগুড়া শাখার ম্যানেজার সিনিয়র এ্যাসিসটেন্ট ভাইস প্রেসিডেন্ট মোঃ রেজাউল করিম,  টিএমএসএস’র উপ-নির্বাহী পরিচালক ডা. মতিউর রহমান, টিএমএসএস পরিচালনা পর্ষদের উপদেষ্টা আয়শা বেগম, চীফ প্রোগ্রাম সেক্টর জাকির হোসেন। উপস্থিত ছিলেন পরিচালক শাহজাদী বেগম, ফয়জুন নাহার, ডমিন প্রধান আসাদুল বারী সুমন সহ ওয়ান ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

বক্তারা এসময় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়ে বলেন, নিজে সচেতন হবো এবং অপরকে সচেতন করতে সহায়তা করবো। সেই সাথে কোভিড মোকাবেলায় দেশ ও জনগণের পাশে দাঁড়াতে সমাজের সামর্থবানদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়। উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন টিএমএসএস’র নির্বাহী পরিচালকের একান্ত সচিব মোঃ আব্দুল হান্নান।

উপরে