প্রকাশিত : ১৪ জুলাই, ২০২১ ২২:৩০

গাবতলীতে মেধাবী শিক্ষার্থীদের নগদ অর্থ ডিম ও বিস্কুট দিলেন রবিন খাঁন

ষ্টাফ রিপোর্টার
গাবতলীতে মেধাবী শিক্ষার্থীদের নগদ অর্থ ডিম ও বিস্কুট দিলেন রবিন খাঁন

আজ বগুড়া গাবতলীর গোলাবাড়ী মড়িয়া স্কুল মাঠে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে মেধাবী ও অচ্ছল শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ, ডিম ও বিস্কুট বিতরণ করেছেন বগুড়া পৌর আওয়ামী লীগের সভাপতি ও গাবতলী উপজেলা চেয়ারম্যান রফি নেওয়াজ খাঁন রবিন। উপজেলা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান পান্না’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল গফুর বিপ্লব এর পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম মুক্তা, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা নাজমা বেগম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদ। অন্যান্যদের মধ্যে ছিলেন মহিষাবান ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হাফিজার রহমান টোনা, সাধারণ সম্পাদক আব্দুর রহিম মোল্লা, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহজাহান আলী, সাংগঠনিক সম্পাদক আবু জাহিদ পায়েল, মহিষাবান ইউনিয়ন যুবলীগের সভাপতি শংকর কুমার, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, পৌর ছাত্রলীগের সভাপতি কৌশিক আহম্মেদ, ছাত্রলীগ নেতা নয়ন ইসলাম, জাকারিয়া হোসেন সৌখিন, আমির হোসেন, মেহেদী হাসান, তৌকির পাইকার, ফজলে রাব্বী, ইউসুফ আলী, মিলটন, জিহাদ, বর্ন, মাসুম, সৌরভ, সাব্বির প্রমূখ। উল্লেখ, বগুড়া পৌর আওয়ামী লীগের সভাপতি ও গাবতলী উপজেলা চেয়ারম্যান রফি নেওয়াজ খাঁন রবিন এর আর্থিক সহযোগিতায় নগদ অর্থ, ডিম ও বিস্কুট বিতরণ করা হয়। অচ্ছল ও মেধাবী জনপ্রতি শিক্ষার্থীকে নগদ ১হাজার টাকা ১০টি করে ডিম ও ২প্যাকেট করে বিস্কুট দেয়া হয়। উপজেলা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান পান্না জানান, বালিয়াদিঘী ইউনিয়নের মাধ্যমে অচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও ডিম বিতরণের উদ্ধোধন করা হয়ে ছিল। এর ধারা বাহিকতায় বুধবার মহিষাবান ইউনিয়নে দেয়া হলো। অন্যান্য ইউনিয়নেও পর্যায়ে ক্রমে এই কার্যক্রম চালানো হবে ইনশাআল্লাহ।

উপরে