প্রকাশিত : ১৪ জুলাই, ২০২১ ২২:৪২

বগুড়ায় গ্যারেজগুলোর বিচ্ছিন্নকৃত বিদ্যুৎ পুনঃসংযোগ দাবিতে বাসদ’র মানববন্ধন

ষ্টাফ রিপোর্টার
বগুড়ায় গ্যারেজগুলোর বিচ্ছিন্নকৃত বিদ্যুৎ পুনঃসংযোগ দাবিতে বাসদ’র মানববন্ধন

বগুড়ায় গ্যারেজগুলোর বিচ্ছিন্ন বিদ্যুৎ পুনরায় সংযোগ এবং ব্যাটারি চালিত রিকসাসহ ব্যাটারিচালত সকল যানবাহনের লাইসেন্সর দাবিতে গতকাল বুধবার দুপুরে মানব বন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাসদ বগুড়া জেলা আহবায়ক  কমিটির সভাপতি এ্যাড. সাইফুল ইসলাম পল্টুর সভাপতিত্বে অনুষ্টিত  মানব বন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন, বাসদ জেলা সদস্য সচিব সাইফুজ্জামান টুটুল, জেলা সদস্য মাসুদ পারভেজ, দিলরুবা নূরী। সমাবেশ পরিচালনা করেন বাসদ জেলা সদস্য ধনঞ্জয় বর্মন প্রমুখ। সাইফুল ইসলাম পল্টুু বলেন, “ গত ০৩ জুলাই থেকে বগুড়ার জেলা প্রশাসনের নির্দেশে বিদ্যুৎ অফিস ব্যাটারি রিকশার গ্যারেজ গুলোর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে। লকডাউন কার্যকর করার জন্য এই সংযোগ বিচ্ছন্ন করা হয়েছে বলে জানিয়েছিল বিদ্যুৎ অফিস। কিন্তু লকডাউনের যে বিধিমালা তাতে এইরকম কোন নির্দেশনাই নাই। বিদ্যুৎ অফিসে খোঁজ নিয়ে জানা যায় জেলা প্রশাসকের মৌখিক নির্দেশে বিদ্যুৎ অফিস এই সংযোগ বিচ্ছিন্ন করেছে।  জেলা প্রশাসক কোন ক্ষমতা বলে এরকম একটি সিদ্ধান্ত বিদ্যুৎ অফিসকে দেয়, বিদ্যুৎ অফিসও কোন লিখিত নির্দেশনা ছাড়া জেলা প্রশাসকের এমন একটি নির্দেশনা বাস্তবায়ন করার ক্ষমতা রাখে কি? যে গ্রাহকগণ বিদ্যুৎ আইন অনুযায়ী বৈধ, বৈধ গ্রাহকের বৈধ সংযোগ  বিচ্ছিন্ন করার কোনো ক্ষমতা বিদ্যুৎ অফিসের নাই। সম্পূর্ণ বেআইনীভাবে এই সংযোগ কাটা হয়েছে, কাজেই দ্রুত সংযোগগুলো প্রদান করা জরুরী হয়ে পড়েছে।”সাইফুজ্জামান টুটুল বলেন, “বিদ্যুৎ আইনের ১৮,১৯ ধারা অনুযায়ী বিদ্যুৎ বিল পরিশোধ না করলে, অথবা অবৈধ সংযোগ লাগালেই কেবল বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা যায়। গ্যারেজের এই সমস্ত সংযোগ যেমন বৈধ তেমনি নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধ করে আসছে। কাজেই কোনভাবেই এই সংযোগ বিচ্ছিন্ন করা যায় না। অন্যদিকে মোবাইল কোর্ট বিদ্যুৎ আইনের ৩৬,৩৭, ৩৯(২), ৪০ ধারায় বর্ণিত অপরাধে দণ্ড দিতে পারেন। সেই অপরাধগুলোও এই গ্রাহকগণ করেনি। কাজেই এই সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে অবৈধ উপায়ে। আইনের শাসন ফিরিয়ে আনতে হলে প্রশাসনের উচিত এই অযৌক্তিক সিদ্ধান্ত প্রত্যাহার করে পুনঃ সংযোগ প্রদান করা।” অন্যান্য নেতৃবৃন্দ বলেন, ব্যাটারি চালিত রিকশা বন্ধ করার জন্য এই সংযোগ কেটে দিলে, সরকারের উচিত হবে সর্বাগ্রে রিকশা মালিকদের ক্ষতিপূরণ দেয়া, বিকল্প কাজের ব্যবস্থা করা। তবে ব্যাটারি চালিত রিকশা বন্ধ করা উচিত হবে কি হবে না তা আলোচনার বিষয়। যখন দেশকে ডিজিটালাইজড হওয়ার কথা বলা হচ্ছে, যখন মানুষকে আত্মকর্মসংস্থানের কথা বলা হচ্ছে, যখন কিনা ব্যাটারি চালিত রিকশা মানুষের অমানবিক শ্রম কমিয়ে দিয়েছে তখন এই রিকশা বন্ধ হতে পারে না। বরং এই রিকশাগুলো নকশা, এবং ব্রেকপদ্ধতি আধুনিকায়ন করে এই রিকশাগুলোর লাইসেন্স প্রদান করা প্রয়োজন। তাই নেতৃবৃন্দ একদিকে গ্যারেজগুলোর বিদ্যুৎ সংযোগ দেওয়ার দাবি করেন, অন্যদিকে ব্যাটারি রিকশার দ্রুত লাইসেন্সের দাবি জানান।

উপরে