প্রকাশিত : ১৫ জুলাই, ২০২১ ১৪:৫১

ফেরিঘাটে আটকা পড়েছে ট্রাক, তীব্র গরমে মারা যাচ্ছে গরু

অনলাইন ডেস্ক
ফেরিঘাটে আটকা পড়েছে ট্রাক, তীব্র গরমে মারা যাচ্ছে গরু

লোকডাউন শিথিলের ঘোষণায় ঈদের ছুটি কাটাতে রাজধানী ছাড়ছে দক্ষিণা অঞ্চলের মানুষ। বৃহস্পতিবার সকাল থেকে মাদারীপুরের বাংলাবাজার ঘাটে ঘরমুখো যাত্রীদের ঢল নেমেছে।

এদিকে পাড়ের অপেক্ষায় ঘাট এলাকায় আটকা পড়েছে অসংখ্য গরুর ট্রাক। এ সময় তীব্র গরমে ট্রাকেই মারা যাচ্ছে গরু। তবু ও নদী পাড় হতে পারছে না গরু ব্যবসায়ীরা। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন তারা।

গরু ব্যবসায়ী জামাল উদ্দিন বলেন, ফেরি পার হতে পারছি না। এই গরমে গরু অসুস্থ হয়ে যাচ্ছে। এরই মধ্যে অনেকের গরু মারা গেছে।

বিআইডব্লিটিসির বাংলাবাজার ঘাটের ব্যবস্থাপক সালাউদ্দিন আহম্মেদ জানান, নদীতে তীব্র স্রোত থাকার কারণে সব কটি ফেরি চলাচল করতে করতে না পারায়। ঘাট এলাকায় কিছু টা চাপ রয়েছে। তবে অগ্রাধিকার ভিত্তিতে আমরা গরুর ট্রাক পাড় করছি।

তিনি আরও জানান, বাংলাবাজার শিমুলিয়া নৌ রুটে ১৮টি ফেরি মধ্যে ১২টি ফেরি চলাচল করছে। নদীতে স্রোত থাকার ফলে ছোট ৬টি ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। অন্যদিকে যাত্রী পারাপারে ৭৮টি লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে।

উপরে