প্রকাশিত : ১৫ জুলাই, ২০২১ ১৬:০২

পার্বতীপুরে গণ উপদ্রবের অভিযোগে এক জনের কারাদন্ড

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
পার্বতীপুরে গণ উপদ্রবের অভিযোগে এক জনের কারাদন্ড

দিনাজপুরের পার্বতীপুরে গণ উপদ্রবের অভিযোগে একজনের ৭ দিনের বিনাশ্রম কারদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালতের বিজ্ঞ বিচারক। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টায় পার্বতীপুর রেলওয়ে পার্ক এলাকায় এ কারাদ- প্রদান করা হয়।

পার্বতীপুর রেলওয়ে থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, বৃহস্পতিবার দুপুরে পার্বতীপুর রেলওয়ে পার্ক এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে গণ উপদ্রবের অভিযোগে মোঃ হিরো মন্ডল (৪০) কে হাতেনাতে আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৭দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। পার্বতীপুরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার নাশিদ কায়সার রিয়াদ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন এবং কারাদন্ড দেন। কারাদন্ডপ্রাপ্ত হিরো মন্ডল পার্বতীপুর রেলওয়ে এলাকার ধুপিপাড়া মহল্লার মৃত জয়নাল মন্ডলের পুত্র। এক প্রশ্নের জবাবে ওসি বলেন, তার বিরুদ্ধে রেলওয়ে থানায় বিভিন্ন অপরাধের একাধিক মামলা রয়েছে।

 

উপরে