বগুড়ায় ৩৪০ বোতল ফেন্সিডিলসহ আটক ২
বগুড়ায় ৩৪০ বোতল ফেন্সিডিলসহ সাখাওয়াত হোসেন ও রবিউল ইসলাম নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
বৃহস্পতিবার র্যাব-১২ বগুড়া ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
আটক সাখাওয়াত হোসেন (২৭) রংপুর জেলার পীরগাছা থানার হাসনা গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে এবং রবিউল ইসলাম বরিশাল জেলার বাবুগঞ্জ থানার মুসুরিয়া গ্রামের আলাউদ্দিন মল্লিকের ছেলে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৪ জুলাই) রাতে র্যাব-১২ এর একটি দল বগুড়া-ঢাকা মহাসড়কের শাজাহানপুর এলাকায় ঢাকাগামী একটি পিকআপ আটক করে। পরে পিকআপ তল্লাশি করে ৩৪০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এ সময় আটক করা হয় ২ জন মাদক ব্যবসায়ীকে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা র্যাবকে জানিয়েছে, তারা দীর্ঘদিন ধরে ফেন্সিডিলের বড় চালান দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল।

অনলাইন ডেস্ক