বগুড়ার সারিয়াকান্দিতে সিএনজি'র ধাক্কায় অটোভ্যান চালক সহ নিহত ২
বগুড়ার সারিয়াকান্দি উপজেলার হিন্দুকান্দি এলাকায় সিএনজির ধাক্কায় অটোভ্যান চালক সহ দুই জন নিহত হয়েছে।
নিহতরা হলেন হিন্দুকান্দি এলাকার ইউনুছ মিয়ার ছেলে ভ্যান চালক সিহান মিয়া (১৬) ও একই এলাকার আফতাব মিয়ার ছেলে আব্দুল ওয়ারেছ (২২)। ঘটনাস্থল থেকে হাসপাতালে নেয়ার পথে নিহত হন সিহান এবং পরে রাত দুইটার সময় চিকিৎসাধীন অবস্থায় নিহত হন ওয়ারেছ।
বৃহস্পতিবার রাত আনুমানিক ১০টার সময় এই ঘটনা ঘটে। অটো ভ্যানকে ধাক্কাদেয়া সেই সিএনজি চালক গাড়ী সহ ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। এই ঘটনায় স্থানীয়দের মাঝে ক্ষোভ দেখাগেছে। শুক্রবার সকালে ঐ সিএনজি চালক কে গ্রেফতারের দাবীতে সড়ক অবরোধ করে রাখে স্থানীয়রা।
এ ব্যাপারে সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, এই ঘটনায় উভয় পরিবারের কেউ মামলা করেন নি। ঐ পলাতক সিএনজি চালক কে গ্রেফতারের জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রেখেছি।

অনলাইন ডেস্ক