প্রকাশিত : ১৭ জুলাই, ২০২১ ১৬:৪৬

পোরশায় শতাধিক আমগাছ ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা

পোরশা (নওগাঁ) প্রতিনিধি
পোরশায় শতাধিক আমগাছ ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা

নওগাঁর পোরশা উপজেলার নিতপুর পশ্চিম দুয়ারপাল গ্রামের আহসান আলী ও জারজিস আলী নামের দুই কৃষকের যৌথভাবে লাগানো ১বছর বয়সী আম্রপালি আম বাগানের শতাধিক গাছ ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা।

বাগান মালিক আহসান আলি ও জারজিস জানান, গত দুই বছর পূর্বে ব্যাংক থেকে লোন নিয়ে ১০বছর মেয়াদে দুয়ারপাল এলাকায় ৫বিঘা জমি ৫লক্ষ টাকায় দুয়ারপাল গ্রামের জামে মসজিদ কমিটির নিকট থেকে লিজ নেয় তারা। লিজ নেয়ার পরই তারা জমিতে আ¤্রপালি আমের বাগান তৈরি করেন। তারা দেড় লক্ষাধিক টাকা খরচ করে বাগানটিতে ৪শতাধিক আম গাছ রোপন করেছিলেন। গতকাল শনিবার গভির রাতে শতাধিক আম গাছ ভেঙে ফেলে দুর্বৃত্তরা।

এতে তাদের প্রায় দেড় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে জানিয়ে বাগান মালিক আহসান আলী ও জারজিস জানান, তারা থানায় মামলা করার প্রস্ততি নিচ্ছেন।

এ ব্যাপারে পোরশা থানার অফিসার ইনচার্জ শফিউল আজম খান জানান, থানায় লিখিত অভিযোগ দিলে আমরা অবশ্যই আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা নিব।  

 

উপরে