প্রকাশিত : ১৭ জুলাই, ২০২১ ১৭:১৯

পোরশায় আশ্রয়ন প্রকল্পের ঘর পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার

পোরশা (নওগাঁ) প্রতিনিধি
পোরশায় আশ্রয়ন প্রকল্পের ঘর পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার

নওগাঁর পোরশায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কতৃক গৃহহীনদের জন্য আশ্রয়ন প্রকল্প-২ এর ২য় পর্যায়ে নির্মিত ঘর পরিদর্শন করেছেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. মো: হুমায়ুন কবীর। পরিদর্শন শেষে ঘর নির্মাণ ও আশ্রয়নে সকল সুযোগ সুবিধা থাকায় সন্তোষ প্রকাশ করেন বিভাগীয় কমিশনার।

শুক্রবার বিকালে উপজেলার নিতপুর ইউনিয়নের পশ্চিম রঘুনাথপুর এলাকায় নির্মিত ঘর পরিদর্শন শেষে ঘরগুলোতে বসবাসরত অসহায় মানুষদের মাঝে খাদ্য সামগ্রী ও গাছের চারা বিতরন করেন। সরকারি সহায়তা হিসাবে সেখানে বসবাসরত ৬৭টি পরিবারের মাঝে প্রত্যেককে ১০ কেজি চাল, ১ লিটার তেল, ১ কেজি লবণ, ১ কেজি চিনি, ১ কেজি ডাল, ১টি সাবান, ১ প্যাকেট লাচ্চা সেমাই, ৫০ গ্রাম গুড়া দুধ, গুড়া ঝাল ও হলুদ এবং দুটি করে ফলদ গাছের চারা প্রদান করেন বিভাগীয় কমিশনার ড. মো: হুমায়ুন কবীর।

নওগাঁ জেলা প্রশাসনের আয়োজনে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক হারুন-অর-রশীদ। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক উত্তম কুমার, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্য শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হামিদ রেজা, ভাইস চেয়ারম্যান কাজিবুল ইসলাম, সহকারি কমিশনার(ভূমি) জাকির হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দোস্তদার হোসেন প্রমুখ।

 

উপরে