প্রকাশিত : ১৭ জুলাই, ২০২১ ১৭:২৫

নন্দীগ্রামে ইমাম-মুয়াজ্জিন পেল ঈদ উপহার

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
নন্দীগ্রামে ইমাম-মুয়াজ্জিন পেল ঈদ উপহার

দেশব্যাপী করোনা পরিস্থিতি বিবেচনায় বগুড়ার নন্দীগ্রামে পৌরসভায় ৯৪ জন ইমাম-মুয়াজ্জিনদের মাঝে ঈদ উপহার দিলেন, জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আনোয়ার হোসেন রানা এলএলবি।

শনিবার দুপুরে নন্দীগ্রাম বাসষ্ট্যান্ড এলাকায় দলীয় কার্যালয়ের সামনে পৌরসভার ৯ টি ওয়ার্ডের মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে এই ঈদ উপহার দেয়া হয়। উপহার সামগ্রীর মধ্যে রয়েছে সেমাই, চাল, মাস্ক, স্যানিটাইজার, সাবান। এছাড়া ভাটগ্রাম ও বুড়ইল ইউনিয়নের ২০০ জন অসহায় দরিদ্র মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

এ সময় উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম, পৌর আ’লীগের সাধারন সম্পাদক মুকুল হোসেন, ইউপি চেয়ারম্যান নূর মোহাম্মদ, আ’লীগ নেতা শফি উদ্দিন, সাইফুল ইসলাম গোলাপ, জুলফিকার আলী, কালিপদ রায়, মুক্তার হোসেন, মোজ্জামেল হক, সরফুল হক উজ্জল, আব্দুর রাজ্জাক, রেজাউল করিম, উপজেলা সেচ্ছা সেবকলীগের সাধারন সম্পাদক কামরুল হাসান সবুজ, শ্রমিকলীগের আহবায়ক এনামুল হক, যুগ্ম-আহবায়ক সানোয়ার হোসেন মিলন, আরাফাত হোসেন, যুবলীগ নেতা সুজন প্রামানিক, ফারুক হোসেন, ছাত্রলীগের সহ-সভাপতি আল নোমান নাদিম, যুগ্ম-সম্পাদক আবু তৌহিদ রাজীব, ছাত্রলীগ নেতা সজিব আহসান,রিপন আহমেদ ,মিসকাত হোসেন রাসেল, আল-জাহিদ প্রমূখ উপস্থিত ছিলেন।

উপরে