প্রকাশিত : ১৭ জুলাই, ২০২১ ২২:১০

সেলিম আল দীন পাঠশালার আয়োজনে অনুষ্ঠিত হলো পাঠকচক্রঃ

ষ্টাফ রিপোর্টার
সেলিম আল দীন পাঠশালার আয়োজনে অনুষ্ঠিত হলো পাঠকচক্রঃ

গতকাল ১৬ জুলাই, শ্রাবণ মাসের প্রথম তারিখে সকাল থেকে বগুড়া থিয়েটার কার্যালয়ে সেলিম আল দীন পাঠশালার আয়োজনে বাংলাদেশ গ্রাম থিয়েটারের উপর তাত্বিক আলোচনা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ গ্রাম থিয়েটারের অন্যতম সংগঠক, বগুড়া থিয়েটারের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা বজলুর রশিদ রাজা। আলোচনা সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ গ্রাম থিয়েটারের সাধারণ সম্পাদক তৌফিক হাসান ময়না, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক আবু সাঈদ সিদ্দিকী, সহ সভাপতি আসাদ হোসেন, ইয়ূথ কয়্যারের সভাপতি লায়ন আতিকুর রহমান মিঠু, দপ্তর সম্পাদক এইচ,আলিম, বগুড়া থিয়েটারের সিনিয়র নাট্যজন এ,টি,এম নজরুল ইসলাম, রুবল লোদী, শাহাদাত হোসেন, অলক পাল, সুপিন বর্মন, ওসমান গণি, রবিউল করিম, সোবহানি বাপ্পী, গাজী আশা, ডাঃ জাহিদ হাসান, বায়েজিদ নিবিড়, হাসান প্রমুখ।
আলোচনা সভার শুরুতে, তৌফিক হাসান ময়না গ্রাম থিয়েটারের দর্শন নিয়ে কথা বলেন। এরপর উপস্থিত সংগঠকবৃন্দ একে একে গ্রাম থিয়েটারের নাটকের বৈশিষ্ট্য, সাংগাঠনিক কাঠামো, আদর্শিক ভাবনা, নাটকের গতিপথ এবং কোভিড পরবর্তী নাট্য আন্দোলনের রূপরেখা নিয়ে নিজস্ব মতামত তুলে ধরেন। উন্মুক্ত সেসনে, পারস্পরিক প্রশ্ন-উত্তরের বিনিময়ে  তাত্বিক নানা বিষয়াদি নিয়ে নিজেদের মাঝে আলোচনার মাধ্যমে সাংগাঠনিক জ্ঞানকে আরো পরিশিলীত করবার সুজোগ পান থিয়েটার কর্মীরা।
নাট্যকর্মীরা, আগামী দিনে মিলনায়তন ছাড়াও বড়বৃক্ষ তলে ও উন্মুক্ত পরিসরে মানুষকে সম্পৃক্ত করে গ্রাম থিয়েটারের নাট্যচর্চার পরিসর বাড়ানোর প্রয়োজনীয়তার কথা বলেন। পাঠকচক্র হতে বগুড়া থিয়েটারের নাট্যকর্মী শাহাদাৎ হোসেন, অলক পাল, মাহবুবে সোবহানি বাপ্পি কে মহিলা অধিদপ্তরের অধীনে কিশোর কিশোরী ক্লাবে আবৃত্তি ও সংগীত প্রশিক্ষক হিসেবে নিয়োগপ্রাপ্ত হওয়ায় শুভেচ্ছা জানানো হয়।

এরপর, দুপুরে থিয়েটারে মধ্যাহ্নভোজনের মাধ্যমে দিনব্যাপী গ্রাম থিয়েটারের তাত্বিক আলোচনা পর্ব সমাপ্তি হয়।

উপরে