প্রকাশিত : ১৮ জুলাই, ২০২১ ২২:১২

দরিদ্র অসহায় চালকদের মাঝে টিএমএসএস’র ত্রাণ সামগ্রী বিতরণ

ষ্টাফ রিপোর্টার
দরিদ্র অসহায় চালকদের মাঝে টিএমএসএস’র ত্রাণ সামগ্রী বিতরণ

টিএমএসএস মমইন বিনোদন জগত ঠেঙ্গামারা বগুড়ায় গতকাল রবিবার করোনা মহামারীতে সংকট মোকাবেলায় বিপদগ্রস্থ, কর্মহীন নন-মটরাইজ রিক্সা, ভ্যান, ত্রি-চক্রযান চালকদের মাঝে টিএমএসএস’র ত্রাণ সামগ্রী বিতরণ করেন।  

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন টিএমএসএস’র প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম, উপ-নির্বাহী পরিচালক-২ ডাঃ মোঃ মতিউর রহমান, টিএমএসএস পরিচালনা পর্ষদের উপদেষ্টা আয়শা বেগম, উপদেষ্টা ও আজীবন সদস্য মুহাম্মদ আনোয়ারুল ইসলাম বাচ্চু, পরামর্শক নঈম চৌধুরী, পরিচালক (চীফ প্রোগ্রাম সেক্টর) মোঃ জাকির হোসেন,পরিচালক মোঃ বজলুর রহমান,ডমিন প্রধান মোঃ সাজ্জাদুল বারী সুমন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন টিএমএসএস’র নির্বাহী পরিচালকের একান্ত সচিব (প্রশাসন) মোঃ আব্দুল হান্নান।

বক্তারা তাদের বক্তব্যে বলেন এই করোনা মহামারী মোকাবেলায় সবাইকে সচেতন থাকতে হবে। প্রয়োজন ছাড়া আমরা কেউ ঘরের বাইরে যাব না। সব সময় আমরা মুখে মাস্ক ব্যবহার করবো, দুই হাত সাবান দিয়ে বার বার ধৌত করবো। এই প্রাণঘাতি ভাইরাস প্রতিরোধে সরকারের সকল স্বাস্থ্যবিধি মেনে চলবো। বক্তারা আরও বলেন যাদের টিকা নেওয়ার বয়স হয়েছে তারা টিকা কেন্দ্রে গিয়ে টিকা নেবেন।

টিএমএসএস এর সার্বিক ব্যবস্থাপনায় স্বাস্থ্যবিধি মেনে নিরাপদ দূরত্ব বজায় রেখে কর্মহীন দুঃস্থ, অসহায় রিক্সা,ভ্যান ত্রি-চক্রযান চালকদের মাঝে ২০কেজি চাল, ১০কেজি আলু, ১কেজি মসুর ডাল, ১কেজি বুটের ডাল, ২লিটার সয়াবিন তেল,  ১কেজি মুড়িসহ ত্রাণ প্যাকেট বিতরণ করা হয়। উল্লেখ্য কোভিড মহামারীতে সংকট মোকাবেলায় বিপদগ্রস্থ, কর্মহীন, দরিদ্র অসহায় জনগোষ্ঠীর মাঝে ত্রাণ সহায়তার অংশ হিসেবে টিএমএসএস এই ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম সারা দেশব্যাপী অব্যাহত রেখেছে।

উপরে