প্রকাশিত : ১৮ জুলাই, ২০২১ ২২:২২

নন্দীগ্রামে ২শ’ পরিবারকে উপহার সামগ্রী দিল সরিফা-রানা ফাউন্ডেশন

ষ্টাফ রিপোর্টার
নন্দীগ্রামে ২শ’ পরিবারকে উপহার সামগ্রী দিল সরিফা-রানা ফাউন্ডেশন

করোনা পরিস্থিতি বিবেচনায় বগুড়ার নন্দীগ্রাম উপজেলার তিনটি ইউনিয়নের ২ শতাধিক দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। সরিফা-রানা ফাউন্ডেশনের অর্থায়নে এ সামগ্রী বিতরণ করেন জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রানা এলএলবি।

আজ রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার নন্দীগ্রাম সদর ইউনিয়নের রণবাঘা বাজার, ভাটরা ইউনিয়নের পন্ডিতপুকুর এবং থালতামাঝগ্রাম ইউনিয়নের ত্রিমহুনী বাজারে সেমাই, চাল, মাস্ক, স্যানিটাইজার, সাবান বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম রফিক, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুকুল হোসেন, ইউপি চেয়ারম্যান মোরশেদুল বারী, আওয়ামীলীগ নেতা মখলেছুর রহমান মিন্টু, মিজানুর রহমান মাসুম, সাইফুল ইসলাম গোলাপ, মুক্তার হোসেন, নিকুঞ্জ চন্দ্র, সেকেন্দার আলী, হাফিজুর রহমান নান্টু, মোফাজ্জল হোসেন মায়া, রাকিবুল হাসান রাজ্জাক, উপজেলা শ্রমিকলীগের আহবায়ক এনামুল হক, যুগ্ম আহবায়ক সানোয়ার হোসেন মিলন, আরাফাত হোসেন, যুবলীগ নেতা সুজন প্রামানিক, ছাত্রলীগের সহসভাপতি আল নোমান নাদিম, যুগ্ম সম্পাদক আবু তৌহিদ রাজীব, ছাত্রলীগ নেতা সজিব আহসান সহ দলীয় নেতৃবৃন্দ।

উপরে