প্রকাশিত : ১৯ জুলাই, ২০২১ ১৫:২৫

গাবতলী পশুরহাটে চারজনের করোনা শনাক্ত

অনলাইন ডেস্ক
গাবতলী পশুরহাটে চারজনের করোনা শনাক্ত

রাজধানীর সব চাইতে বড় হাট গাবতলীর পশুরহাটে চারজনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধো একজন ক্রেতা বাকি তিনজন বিক্রেতা। রাজধানীর পশুর হাটগুলোতে ব্র্যাকের করোনা নমুনা সংগ্রহ বুথ বসানো হয়েছে। সেখানে যারাই টেস্ট করাতে যাচ্ছেন সম্পূর্ণ বিনা পয়সায় টেস্ট করানো হচ্ছে।

সোমবার গাবতলী হাটে বসানো বুথ থেকে ব্রাকের ইনচার্জ ডা. মিরানা জামান বলেন, যারা এখানে আসছে অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে ৩০ মিনিটের মধ্যে রিপোর্ট জানিয়ে দেওয়া হচ্ছে। আজ সকাল থেকে দুপুর পর্যন্ত মোট ৪ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।

যাদের পজিটিভ আসছে তাদের আইসোলেশনে থাকতে বলা হচ্ছে। এদিকে গাবতলী হাট ঘুরে দেখা গেছে অধিকাংশ বিক্রেতার মুখেই মাস্ক নাই, কারো কারো থুতনিতে মাস্ক থাকলেও মুখে নাই। আবার অনেকে বলছেন মাস্ক পকেটে। ক্রেতাদের মাঝেও মাস্ক পরার প্রবণতা কম।

সবাইকে মাস্ক পরাতে হাটের প্রবেশ পথে পুলিশের পক্ষ থেকে এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের উদ্যােগে মাস্ক বিতরণ করা হচ্ছে।

উপরে