প্রকাশিত : ১৯ জুলাই, ২০২১ ১৫:৩১

ঈদে বেনাপোল বন্দর বন্ধ থাকবে ৪ দিন

অনলাইন ডেস্ক
ঈদে বেনাপোল বন্দর বন্ধ থাকবে ৪ দিন

মুসলিম সম্প্রদায়ের পবিত্র ধর্মীয় উৎসব ঈদুল আজহা উপলক্ষে মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত টানা চার দিন বেনাপোল স্থলবন্দরে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে এসময় যাদের দূতাবাসের ছাড়পত্র থাকবে সেসব পাসপোর্টধারী যাত্রীরা দুই দেশের মধ্যে যাতায়াত করতে পারবেন বলে জানা গেছে।

এদিকে আমদানি-রফতানি বন্ধ থাকায় ব্যস্ততম এ বন্দরটি এখন জনশূন্য। কোথাও নেই কোন কর্মব্যস্ততা বা কোলাহল। তবে অপ্রীতিকর ঘটনা এড়াতে নজরদারি রয়েছে বন্দরের নিরাপত্তা কর্মী ও পুলিশের।

বেনাপোল বন্দরের ভারপ্রাপ্ত পরিচালক আব্দুল জলিল জানান, মঙ্গলবার থেকে ২৩ জুলাই পর্যন্ত ঈদের ছুটি । ২৪ জুলাই থেকে আবারও দুই দেশের মধ্যে বাণিজ্যিক কার্যক্রম শুরু হবে। ছুটির মধ্যে বন্দরে যাতে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকবে।

বেনাপোল ইমিগ্রেশন ওসি আহসান হাবিব জানান, ঈদের ছুটিতে বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ থাকলেও যারা ভ্রমণ নিষেধাজ্ঞার আগে ভারতে অবস্থান করছিলেন তারা দূতাবাসের ছাড়পত্র নিয়ে দেশে ফিরছেন। এছাড়া ছাড়পত্র থাকলে বাংলাদেশিরাও যেতে পারবেন ভারতে।

শার্শা থানা ওসি বদরুল আলম ও বেনাপোল পোর্টথানা ওসি মামুন খান জানান, ঈদ ছুটিতে বাণিজ্যের সাথে সংশিষ্টরা অনেকে গ্রামে যান ছুটি কাটাতে। এসময় তাদের প্রতিষ্ঠান বন্ধ থাকে। তাই নিরাপত্তার স্বার্থে গুরুত্বপূর্ণ সড়কে পুলিশের টহল থাকবে।

উপরে