প্রকাশিত : ১৯ জুলাই, ২০২১ ১৫:৪৩

সাপাহারে প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের প্রদর্শনী

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি
সাপাহারে প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের প্রদর্শনী

নওগাঁর সাপাহারে ‘প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প’ (এলডিডিপি) এর প্রদর্শনী’র আয়োজন করা হয়েছে।

উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজনে সোমবার বেলা সাড়ে ১২টায় প্রাণিসম্পদ দপ্তরে আলোচনা সভা ও সফল খামারিদের পুরস্কার করা সহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়।

এসময় প্রাণিসম্পদ প্রদর্শনী উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী যুক্ত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার,মাননীয় মন্ত্রী, খাদ্যমন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।

এসময় মন্ত্রী বলেন,মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর থেকে দুধ,ডিম ও মাংশ উৎপাদনে তথা গবাদী পশু-পাখি পালনে ব্যাপক উন্নয়ন ও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে প্রাণিসম্পদ বিভাগ।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সরকার, থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকার, উপজেলা প্রাণিসম্পদ (ভারপ্রাপ্ত) কর্মকর্তা ডা: আশিষ কুমার দেবনাথ, সাপাহার প্রেস ক্লাবে সভাপতি জুলফিকার আলী সম্রাট, সম্পাদক প্রদীপ সাহা, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি বাবুল আকতার, মডেল প্রেস ক্লাবের সভাপতি মনিরুল ইসলাম, সম্পাদক আবু বক্কার, সফল খামারী সাংবাদিক তছলিম উদ্দীন, বকুল হোসেন প্রমূখ।

 

উপরে