প্রকাশিত : ১৯ জুলাই, ২০২১ ১৭:০৫

নারী নিপীড়ন প্রতিরোধে বগুড়ায় ‘প্রীতিলতা ব্রিগেড’ গঠিত

অনলাইন ডেস্ক
নারী নিপীড়ন প্রতিরোধে বগুড়ায় ‘প্রীতিলতা ব্রিগেড’ গঠিত

বাংলাদেশে চলমান ধর্ষণ, নারী নিপীড়ন, নির্যাতন প্রতিরোধে আজ সোমবার সকাল ১১ টায় বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বগুড়া জেলা সংসদ কার্যালয়ে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। সভায় নারী নিপীড়ন প্রতিরোধে ‘প্রীতিলতা ব্রিগেড’ গঠন করা হয়।

 
এ সময়ে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বগুড়া জেলা সংসদের সাবেক সভাপতি হাসান আলী শেখ, কৃষক সমিতি বগুড়া জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড সন্তোষ কুমার পাল।
 
সভায় সর্বসম্মতিক্রমে জাফরিন সুলতানা জয়ী'কে সমন্বয়ক করে ১৭ সদস্য বিশিষ্ট "প্রীতিলতা ব্রিগেড বগুড়া জেলা" গঠন করা হয়েছে। ব্রিগেডের ৪ টি পদ ফাঁকা হয়েছে যা পরবর্তীতে কাজের ভিত্তিতে কো-অপ্ট করে নেওয়া হবে।
 
ব্রিগেডের অন্য সদস্যরা হলেনঃ অদিতি ফরিদ, মোছাঃ নাজমী আকতার, আনিকা আনজুম সৃজনী, শ্রুতি পাল শ্যমা, সানজানা মেহজাবীন, নওমী আকতার, রিফাত জাহান রিতু, নুশিতা সুলতানা, জান্নাতুল ফেরদৌস, অহনা আকতার, রুচিরা চর্যা, অনন্যা গুহ রায়।
 
আলোচনাসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ও বগুড়া জেলা সংসদের সভাপতি মোঃ সাদ্দাম হোসেন, জেলা সংসদের সাধারণ সম্পাদক মোঃ সোহানুর রহমান সোহান, সাংগঠনিক সম্পাদক ছাব্বির আহম্মেদ, ছাত্র ইউনিয়ন সরকারি আজিজুল হক কলেজ সংসদের সাধারণ সম্পাদক সাগর পারভেজ, ছাত্রনেতা তানবীর তন্ময় প্রমুখ।
 
আলোচনাসভায় বক্তারা বলেন, "দেশে ক্রমেই নারী নিপীড়নের ঘটনা বেড়ে চলছে। প্রতিদিন দেশের কোন না কোন স্থানে নারীরা ধর্ষিত হচ্ছেন। গণপরিবহন, কর্মস্থল, পাহাড়ে, সমতলে কোথাও নারীরা নিরাপদ নয়। সকল প্রকার নারী নিপীড়নের বিরুদ্ধে সারাদেশের ন্যায় বগুড়াতেও প্রীতিলতা ব্রিগেড কাজ করে যাবে।"
উপরে