আদমদীঘিতে ভিজিএফ এর চাল জব্দ
বগুড়ার আদমদীঘির নশরতপুর ইউনিয়নে সরকারী ভিজিএফ এর ১৬ বস্তা চাল জব্দ করেন ভ্রাম্যমান আদালত। চাল জব্দ করলেও কালোবাজারের কোন ব্যবসায়ীকে গ্রেফতার করতে পারেনি।
জানাযায়, ঈদুল আযাহা উপলক্ষে সারাদেশে দুস্থ্য ও গরীবদের মাঝে ভিজি এফ এর চাল বিতরন করছেন সরকার। এর ধারাবাহিকতায় বগুড়ার আদমদীঘি উপজেলার নশরতপুর ইউনিয়ন পরিষদের অধিনে দুস্থ্য ও গরীব মানুষের মাঝে গত(১৯ জুলাই) সোমবার চাল বিতর করেন। এক শ্রেণীর কালোবাজারি চাল ব্যবসায়ী, অল্প মুল্যে ভিজিএফ এর চাল দুস্থ্য ও গরীবদের নিকট থেকে ক্রয় করে বেশী মুল্যে কালোবাজারে বিক্রির জন্য মজুদ করছেন। এমন গোপন সংবাদে উপজেলা নির্বাহি অফিসার সীমা শারমীন অভিযান চালিয়ে ১৬ বস্তা চাল জব্দ করে থানা পুলিশের হেফাজতে রাখেন। এদিকে উপজেলা নির্বাহি অফিসারের অভিযানের টের পেয়ে কালোবাজারি চাল ব্যবসায়ীরা পালিয়ে যায়। উপজেলা নির্বাহি অফিসার সীমা শারমীন বলেন, ১৬ বস্তা সরকারী ভিজি এফ এর চাল জব্দ করে থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে। তিনি আরো বলেন ক্রেতা বা বিক্রেতা কাউকে পাওয়া যায়নি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

ষ্টাফ রিপোর্টার