শাজাহানপুরে সড়ক দুর্ঘটনায় আহত মামা-ভাগনি
বগুড়ার শাজাহানপুর উপজেলায় মাইক্রোবাসের ধাক্কায় শাকিল হোসেন (২৫) নামে একজন পথচারী গুরুতর আহত হয়েছেন। আর শাকিলের ভাগনি দুই বছর বয়সী সাবিহা নিখোঁজ ছিল। তাকে দুর্ঘটনার প্রায় দেড় ঘণ্টা পর মাঝিড়া এলাকার একটি স্থানীয় ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় পাওয়া গেছে।
বৃহস্পতিবার রাত ৯ টার দিকে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের নয়মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।সাবিহা দুর্ঘটনার সময়ই গ্লাস ভেঙে মাইক্রোবাসের ভিতরে পড়ে যায়। পরে মাইক্রোবাসের যাত্রীরা তাকে (সাবিহা) ক্লিনিকে ভর্তি করে দিয়ে চলে যান বলে বগুড়া শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ একেএম বানিউল আনাম জানিয়েছেন।আহত শাকিল হোসেন বগুড়া গাবতলী উপজেলার দূর্গাহাটা গ্রামের বাসিন্দা। আর তার ভাগনি সাবিহা বগুড়া সদর উপজেলার সাবগ্রাম বুজুর্গধামা এলাকার বাসিন্দা। সাবিহার বাবার নাম সাদ্দাম হোসেন টিটু।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শাকিলসহ তার স্বজনরা পায়ে হেঁটে মহাসড়ক পার হন। কিন্তু শাকিলের ভাগনি সাবিহা দৌঁড়ে মহাসড়কে মাঝে আবারো চলে আসে। এ সময় শাকিল মহাসড়ক থেকে সাবিহাকে নিতে আসেন। শাকিল যখন সাবিহার কাছে গিয়ে তাকে কোলে নেন, তখনই ঢাকা থেকে বগুড়াগামী দ্রুতগতির একটি মাইক্রোবাস শাকিলকে ধাক্কা দেয়। ওই সময় শাকিল মহাসড়কে ছিটকে পড়েন। আর সাবিহা মাইক্রোবাসের গ্লাস ভেঙে অলৌকিকভাবে ভিতরে পড়ে যায়। পরে রাত সাড়ে ১০ টার দিকে ঘটনাস্থল থেকে প্রায় চার কিলোমিটার দূরে মাঝিড়া এলাকার প্রফেসর ক্লিনিকে তাকে পাওয়া যায়। মাইক্রোবাসে থাকা লোকজন তাকে(সাবিহা) সেখানে ভর্তি করান। আর সাবিহার মামা শাকিল বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সাবিহার বাবা সাদ্দাম হোসেন টিটু ও মা হালিমার সঙ্গে কথা বলে জানাগেছে, সাবিহার মা হালিমার বোনের বাড়ি শাজাহানপুর উপজেলার দাঁড়িগাছা গ্রামে। সেখানে তারা সবাই ঈদের দাওয়াতে যাচ্ছিলেন। মহাসড়ক পার হওয়ার পরে সাবিহা আবারো রাস্তার মাঝে চলে যায়। তখন তার (সাবিহা) মামা শাকিল তাকে আনতে যান। মহাসড়কের মাঝে গিয়ে শাকিল যখন সাবিহাকে কোলে নেন, তখনই দুর্ঘটনাটি ঘটে।
বগুড়া শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পর ইনচার্জ একেমএম বানিউল আনাম বলেন, শাকিল গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আর শাকিলের ভাগনি সাবিহাকে পাওয়া গেছে। সাবিহা দুর্ঘটনার সময় গ্লাস ভেঙে মাইক্রোবাসের ভিতরে পড়ে যায়। তাকে স্থানীয় ক্লিনিকে ভর্তি করান মাইক্রোবাস যাত্রীরা।

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি