খুলনায় করোনায় আরও ৩৩ জনের মৃত্যু
খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় ৩৩ জনের মৃত্যু হয়েছে; একই সময়ে নতুন করে ২৪৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।
শনিবার দুপুর পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ ১৫ জনের মৃত্যু হয়েছে কুষ্টিয়ায়। বাকিদের মধ্যে খুলনায় আট, যশোরে ছয় এবং নড়াইল, মাগুরা, ঝিনাইদহ ও মেহেরপুরে একজন করে ব্যক্তি মারা গেছেন।
খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. ফেরদৌসী আক্তার এ তথ্য নিশ্চিত করেছেন।
এরআগে শুক্রবার বিভাগে করোনায় ৩০ জনের মৃত্যু ও নতুন করে ৩৬১ জনের করোনা শনাক্ত হয়েছিল।
করোনা সংক্রমণের শুরু থেকে সোমবার সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৮৫ হাজার ৭৮৪ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন দুই হাজার ১২৬ জন।
খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ

অনলাইন ডেস্ক