লকডাউনের ২য় দিনেও কঠোর অবস্থানে দিনাজপুর জেলা প্রশাসক
প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকার আবারও ১৪ দিনের কঠোর লকডাউনের ঘোষণা দিয়েছেন। আগামী ৫ আগস্ট মধ্যরাত পর্যন্ত চলবে এই লকডাউন। লকডাউনের আজ দ্বিতীয় দিনেও কঠোর অবস্থানে রয়েছে দিনাজপুর জেলা প্রশাসন। সকল স্বাস্থ্য বিধি মেনে এবং সামাজিক দুরত্ব বজায় রেখে বিনা প্রয়োজনে কেউ ঘরের বাহির হতে পারবে না।
শনিবার দুপুরে বিষয়টি জানিয়েছেন দিনাজপুর জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী।
তিনি জানান, দেশে করোনা ভাইরাসের সংক্রমণ ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। তাই সরকার এই ভাইরাসের সংক্রমণের রোধে আবারও ১৪ দিনের কঠোর লকডাউনের ঘোষণা দিয়েছেন। সরকারের নির্দেশনা অনুযায়ী সবাইকে চলতে হবে। স্বাস্থ্য বিধি মেনে এবং সামাজিক দুরত্ব বজায় রেখে এবং মুখে মাস্ক পরিধান করে প্রয়োজনে বের হতে হবে। বিনা প্রয়োজনে কেউ বাড়ির বাহিরে যেতে পারবে না।
তিনি আরও জানান, লকডাউন পরিচালনার জন্য জেলার ১৩ টি উপজেলায় পুলিশের পাশাপাশি বিজিবি, র্যাব, আনসার এবং সেনাবাহিনী কাজ করছেন। জেলার প্রতিটি উপজেলার নির্বাহী অফিসার এবং এসিল্যান্ডরা কঠোর লকডাউন বাস্তবায়নে মাঠে কাজ করছেন।

দিনাজপুর প্রতিনিধি