শিবগঞ্জ ইউএনও উম্মে কুলসুম সম্পা করোনায় আক্রান্ত
বগুড়ার শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে কুলসুম সম্পা করোনা (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন।
শিবগঞ্জ উপজেলায় গত কয়েক মাস পূর্বে তিনি উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন। তিনি গত কয়েক দিন ধরে অসুস্থ্যতা বোধ করছিলেন। এরপর গত বৃহস্পতিবার তিনি করোনা পরীক্ষা করার পর তার করোনা টেষ্ট রিপোর্ট পজেটিভ আসে। বর্তমানে তিনি সরকারি বাসভবনে চিকিৎসকের পরামর্শ ক্রমে হোম কোয়ারেন্টাইনে আছেন। তিনি সকলের দোয়া চেয়েছেন। তিনি আবার যেন সুস্থ্য হয়ে করোনা নিয়ন্ত্রণে শিবগঞ্জ বাসীকে নিরাপদে রাখতে সরকারি বিধি নিষেধ বাস্তবায়নে কাজ করে যেতে পারেন।
এ দিকে ইউএনও’র রোগ মুক্তি কামনা করে বিবৃতি দিয়েছেন উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু, পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক, ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজু, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা আক্তার, শিবগঞ্জ প্রেস কাবের পক্ষে আব্দুর রউফ রুবেল,পবন রায়, বজলুর রহমান, সোহেল আক্তার মিঠু, সাজু মিয়া প্রমুখ।

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি