বগুড়ায় করোনায় ৬ ও উপসর্গে ১৮ জন নিয়ে ২৪ জনের মৃত্যু
বগুড়ায় করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে মৃত্যু কমছে না। প্রতিদিনই মৃত্যু ও আক্রান্ত সংখ্যা হুহু করে বেড়েই চলেছে। সরকারি হিসাব মতে বগুড়ায় গত ২৪ ঘন্টায় বগুড়ায় করোনায় ৬ এবং করোনা ইউনিটে উপসর্গে ১৮ জন নিয়ে ২৪ জনের মৃত্যু হয়েছে। বগুড়ায় এনিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৫২১ জনে।
শনিবার সকালে বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা: মোস্তাফিজুর রহমান জানান, বগুড়া স্বাস্থ্য বিভাগ এখন থেকে শুধুমাত্র বগুড়া জেলার বাসিন্দা দের করোনায় মৃত ব্যাক্তিদের হিসাব সংরক্ষন করছেন। এটি বিভাগীয় স্বাস্থ্য বিভাগের নির্দেশ ক্রমে শুধু জেলা তথ্য প্রদান করা হচ্ছে। গত ২৪ ঘন্টায় (২৩ জুলাই) জেলায় দুইটি পিসিআর ল্যাবে ৩৪৫ নমুনায় নতুন করে আরও ১৪৪ জন করোনা শনাক্ত হয়েছেন। নতুন ১৩৬ জন সুস্থ হয়েছেন। এর মধ্যে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) এর পিসিআর ল্যাবে ২৮২ নমুনায় ১২৬ জন, ঢাকায় পাঠানো ৪৯ নমুনায় ৮জনের এবং টিএমএসএস মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১৪ নমুনায় ১০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে বগুড়া সদরের ১০০, সোনাতলার ১৪, গাবতলীর ১৩, দুপচাঁচিয়ার ১০, শাজাহানপুরে ৩ এবং শিবগঞ্জ, আদমদীঘি, শেরপুর ও কাহালু উপজেলায় একজন করে। জেলায় মোট শনাক্তের সংখ্যা ১৭ হাজার ৮৫২ জন। ১৫ হাজার ৪২২ জন সুস্থ হয়েছেন। জেলা এ পর্যন্ত করোনা নমুনা পরীক্ষা হয়েছে ৯৪ হাজার ৭২৭ টি। ৫২১ জন মারা গেছেন। বগুড়া শজিমেক হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে ২৫০ করোনা বেডের বিপরীতে ভর্তি আছে ২৫৭ জন, মোহাম্মদা আলী হাসপাতালে ভর্তি আছেন ২১৬ জন, টিএমএসএস মেডিকেলে ভর্তি আছেন ৭৮ জন। জেলার তিনটি হাসপাতালে রোগী ভর্তি আছেন ৫৫১ জন। করোনায় বগুড়া শজিমেকে মারা যাওয়া ব্যক্তিরা হলেন দুপচাঁচিয়ার শিশির চন্দ্র (৭০), বগুড়া সদরের সরদার রহমতুল্লাহ (৮৩), শেরপুরের জাহানারা (৭৩), বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে মারা যাওয়া ব্যক্তি হলেন গাবতলীর সামেদ আলী (৯৫), শেরপুরের চাঁন মিয়া (৪৫) এবং সদরের সেলিনা (৬৯)। এছাড়া উপসর্গ নিয়ে বগুড়ার তিনটি হাসপাতালে আরো ১৮ জনের মৃত্যু হয়েছে।

ষ্টাফ রিপোর্টার