ফকির আলমগীর এর মৃত্যুতে বগুড়া জোটের শোক প্রকাশ
একাত্তরের কণ্ঠযোদ্ধা, গণসংগীত শিল্পী ফকির আলমগীর এর মৃত্যুতে শোক প্রকাশ করেছে বগুড়ার সাংস্কৃতিক অঙ্গন।এক বিবৃতিতে বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোট সভাপতি ও বগুড়া থিয়েটার এবং বাংলাদেশ গ্রাম থিয়েটারের সাধারণ সম্পাদক তৌফিক হাসান ময়না, জোটের সাধারণ সম্পাদক ও বগুড়া বাউল গোষ্ঠির সভাপতি আবু সাঈদ সিদ্দিকী, বাংলাদশ গ্রাম থিয়েটারের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আব্দুল হান্নান, বগুড়া আনন্দকণ্ঠ এর সভাপতি এবিএম জিয়াউল হক বাবলা, অনুশীলন’৯৫ সাংস্কৃতিক গোষ্ঠির সভাপতি মনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক লিপি প্রধান, নন্দন শিল্পী গোষ্ঠির সভাপতি মতিয়ার রহমান বাবলু, সাধারণ সম্পাদক রনজু ইসলাম, শব্দকথন সাহিত্য আসরে সমন্বয়কারি আব্দুস সালাম বাবু, সদস্য মাহাবুব টুটুল, বগুড়া ইয়ূথ কয়্যারের সভাপতি আতিকুর রহমান মিঠু, চর্চা সাংস্কৃতিক একাডেমির পরিচালক আব্দুল আউয়াল, গীতিচর্চা সঙ্গিতালয়ের সভাপতি তাপসী দে, সাধারণ সম্পাদক এইচ আলিম, বগুড়া নাট্যদলের সভাপতি মির্জা আহসানুল হক দুলাল, বাঙময় আবৃত্তি পরিষদের সাধারণ সম্পাদক দৌলতুজ্জামান দৌলত, নজরুল পরিষদ বগুড়ার সভাপতি এড. মনতেজার রহমান মিন্টু, সাধারণ সম্পাদক হাকিম আব্দুল মজিদ, নান্দনিক নাট্যদলের সাধারণ সম্পাদক খলিলুর রহমান চৌধুরী, চর্চা সাংস্কৃতিক একাডেমির পরিচালক আব্দুল আউয়াল, বগুড়া থিয়েটারের দপ্তর সম্পাদক অলক পাল, কলেজ থিয়েটারের আহবায়ক রবিউল করিম হৃদয়, কণ্ঠশিল্পি বিমল কবিরাজ, কণ্ঠশিল্পী প্রনব সান্নাল, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ শোকাহত পরিবারের সদস্যদের গভীর সমবেদনা জানিয়ে বিদেহী আত্মার শান্তি কামনা করেন।

ষ্টাফ রিপোর্টার