অসহায়দের ঈদ সম আনন্দ ভাগাভাগি করার নিমিত্তে মুনলাইটের ১০টি গরু কোরবানি
ঈদ মানে আনন্দ, ঈদ মানে ধনী-গরীব ভেদাভেদ ভুলে গিয়ে এক কাতারে সম আনন্দ ভাগাভাগি করার প্রত্যয়। ঈদ মানে মনের পশুত্বকে বিসর্জন দিয়ে অসহায়দের পাশে গিয়ে দাঁড়ানো। যারা কোরবানি করা তো দুরের কথা, মাংশ কেনার সামর্থ নেই এমন মানুষদের চিহিৃত করে তাদের অসহায়ত্বের ছাপ ঘোচাতে উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায় মুনলাইট ডেভেলপমেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবীরা কোরবানির মাংশ বিতরণ করেছেন। উত্তরাঞ্চলের প্রবেশমুখ বগুড়ার জিরো পয়েন্ট সাতমাথায় করোনা শুরু হতে এক বছর যাবৎ প্রতিদিন দুপুরে ছিন্নমুল মানুষদের উন্নতমানের খাবার বিতরণ অব্যাহত রেখেছে মুনলাইট এবং তাদের জন্যও গরু কোরবানি করা হয়েছে।
ঈদের দিনে উন্নতমানের খাবার ও মাংশ পেয়ে অন্তহীন হাসির ঝলক ছিন্নমুলদের চোখে-মুখে। আনন্দে আত্মহারা হয়ে অনেকের চোখে আনন্দের অশ্রু ঝরতে দেখা গেছে।
কোরবানির মাংশ ও খাবার পাওয়া জরিনার সাথে কথা বললে জানায়, নিজের পরিবার-পরিজন তাদের খোঁজ রাখে না। অথচ সব সময় পাশে রয়েছে মুনলাইট ডেভেলপমেন্ট সোসাইটি।
সংস্থার প্রোগ্রাম অফিসার জুয়েল আলম খন্দকার জানান, করোনায় ক্ষতিগ্রস্থ ছিন্নমুল চর অঞ্চল, এতিম অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষদের জন্য বগুড়া শহরের জয়পুরপাড়া, নারুলী মুনলাইট চিল্ড্রেন হোম এতিম শিশু, গাবতলীর সুবোধ বাজারে অটিস্টিক প্রতিবন্ধী স্কুলের শিার্থী, সারিয়াকান্দির যমুনা নদীর চর পাড়া, ডাকাত মারি চর, গাইবান্ধার সুন্দরগঞ্জ পঞ্চগড়ের আটোয়ারীতে উইকেয়ার এর সহযোগিতা মুনলাইট এর আয়োজনে ১০টি গরু কোরবানি করা হয়েছে ।

ষ্টাফ রিপোর্টার