সাবেক ছাত্র ইউনিয়ন কর্মী ও বিখ্যাত সংগীতশিল্পী ফকির আলমগীরের মৃত্যুতে শোক
গতকাল ২৩ জুলাই ২০২১ ইং শুক্রবার কোভিড ইউনিটে ভ্যান্টিলেশনে থাকা অবস্থায় হার্ট অ্যাটাকে সাবেক ছাত্র ইউনিয়ন কর্মী ও বিখ্যাত সংগীতশিল্পী ফকির আলমগীর মৃত্যুবরণ করেছেন। তাঁর মৃত্যুতে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বগুড়া জেলা সংসদ গভীর শোকাহত।
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বগুড়া জেলা সংসদের সভাপতি মোঃ সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ সোহানুর রহমান সোহান এক শোকবার্তায় গভীর শোক প্রকাশ করে তার বিদেহী আত্মার প্রতি বিনম্র শ্রদ্ধা এবং শোক সন্তোপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।ফকির আলমগীর ১৯৬৬ সালে ছাত্র ইউনিয়নে যুক্ত হওয়ার মাধ্যমে ছাত্র রাজনীতিতে যোগদান করেন। ১৯৬৯ এর গণঅভ্যুত্থানে গণসংগীত উপস্থাপনের মাধ্যমে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং ৭১ এর মুক্তিযুদ্ধের সময় তিনি একজন শব্দসৈনিক হিসেবে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে যোগ দেন। ৯০ এর সামরিক শাসনবিরোধী আন্দোলনেও তিনি যুক্ত ছিলেন তার গানের মাধ্যমে। মুক্তিযুদ্ধের পরে তিনি স্বাধীন বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

ষ্টাফ রিপোর্টার