কাহালুতে লকডাউনের ২য় দিনে ১৭টি মামলায় ১৯ হাজার ৯’শ টাকা জরিমানা
লকডাউনের ২য় দিন শনিবার সকাল থেকে বিকেলে পর্যন্ত বগুড়ার কাহালু পৌরসভা সহ বিভিন্ন ইউনিয়নের হাট বাজার সহ এক প্রাপ্ত হতে অন্য প্রান্তে গিয়ে বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সরকারি নির্দেশনা বাস্তবায়ন ও স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য কাহালু থানা পুলিশ ও বিজিবিকে সঙ্গে নিয়ে ব্যাপক সচেতনতামূলক প্রচারনা ও মাস্ক বিতরণ ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এক্রিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহি অফিসার মো. মাছুদুর রহমান।সরকারি নির্দেশনা স্বাস্থ্যবিধি না মানায় ভ্রাম্যমাণ আদালতে লকডাউনের ২য় দিনে ১৭টি মামলায় ১৭ ব্যক্তি/ব্যবসায়ীর ১৯ হাজার ৯ শত টাকা জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এক্রিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহি অফিসার মো. মাছুদুর রহমান।
সচেতনতামূলক প্রচারনা ও মাস্ক বিতরণ এবং ভ্রম্যমাণ আদালত পরিচালনার সময় উপস্থিত ছিলেন এক্রিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ও কাহালু উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. রিদওয়ানুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মুহাম্মদ যাকারিয়া রানা, কাহালু থানার এস আই হাফিজুর রহমান, রেজাউল করিম সহ পুলিশ ও বিজিবির অন্যান্য সদস্যবৃন্দ। এক্রিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ও কাহালু উপজেলা নির্বাহি অফিসার মো. মাছুদুর রহমান এর সাথে কথা বলা হলে তিনি জানান, সরকারি নির্দেশনা বাস্তবায়ন করতে প্রয়োজনবোধ প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাহালু উপজেলায় ভ্রাম্যমাণ আদালত অব্যাহত থাকবে।

কাহালু (বগুড়া) প্রতিনিধি