আদমদীঘিতে বিষ্ণুমূর্তি উদ্ধার,প্রতারক গ্রেপ্তার
বগুড়ার আদমদীঘির সাঁওইল পশ্চিমপাড়া র্যাব-১২ অভিযান চালিয়ে গত (২৪ জুলাই) শনিবার ৩০.৫ (এিশ দশমিক পাঁচ কেজি) ওজনের একটি পাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার সহ প্রতারক আব্দুর রশিদ (৪৮) কে গ্রেপ্তার করেছেন র্যাব-১২। এব্যাপারে আদমদীঘি থানায় মামলা দায়ের হয়েছে।
মামলাসুত্রে জানাযায়, আদমদীঘির সাওইল পশ্চিমপাড়ার মোজাম প্রামানিকের ছেলে আব্দুর রশিদ পাথরের তৈরী বিষ্ণু মূর্তি নিজ হেফাজতে রেখে বিক্রি করছে এমন গোপন সংবাদে বগুড়া র্যাব-১২ গত (২৪ জুলাই) শনিবার দুপুরে আব্দুর রশিদের বাড়ীতে অভিযান চালিয়ে বিষ্ণু মূর্তি সহ তাকে গ্রেপ্তার করেন। বগুড়া র্যাব-১২ স্পেশাল কোম্পানী নায়েব সুবেদার( ডিএডি) রাজু আহম্মেদ বাদী হয়ে আদমদীঘি থানায় মামলা দায়ের করেন। আদমদিঘী থানার ওসি জালাল উদ্দীন বলেন, এঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে।

আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা