শাজাহানপুরে ইজিবাইক চালাকদের সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময়
বগুড়ার শাজাহানপুরে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকারি বিধি নিষেধে বাস্তবায়নে ইজিবাইক ও অটোরিক্সা চালাকদের নেতৃবৃন্দের সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার বেলা সাড়ে ১২ টায় উপজেলা পরিষদের সম্মেলন কে এই সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু। উপজেলা সহকারী কমিশন (ভূমি) আশিক খানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ভিপি এম সুলতান আহম্মেদ,থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন।
সভায় করোনার কঠোর লকডাউনে সময় সরকারি বিধি নিষেধ মান্য করে ইজি বাইক ও অটো রিক্সা চালানো বন্ধ রাখার সিধান্ত করা হয়। সভায় শেষে চালকের স্বাস্থ্য সুরার জন্য মাস্ক বিতরণ করা হয়।

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি