হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু হয়েছে
মুসলমানদের পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা ছয়দিন বন্ধের পর আবারও ভারত থেকে দিনাজপুরের হিলি স্থলবন্দরে পণ্য আমদানি রপ্তানি সহ সকল কার্যক্রম শুরু হয়েছে।
রবিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি কারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ হারুন।
তিনি জানান, কোরবানি ঈদ উপলক্ষে গত ১৯ জুলাই সোমবার থেকে গত শনিবার পর্যন্ত ভারত থেকে হিলি বন্দরে সকল প্রকার আমদানি-রপ্তানি বন্ধ ছিলো। ছয়দিন বন্ধের পর রবিবার সকাল থেকে এই বন্দরে ভারতীয় পণ্য বাহী ট্রাক প্রবেশ করতে শুরু করেছে। পণ্য বাহী ট্রাকগুলো আনলোড করে আবার দেশি ট্রাক লোড হয়ে দেশের বিভিন্ন স্থানে ছেড়ে যেতে শুরু করেছে।
এদিকে হিলি পানামা পোর্ট লিংকের সহকারী ব্যবস্থাপক অতিশ কুমার শ্যানাল জানান, গত সোমবার থেকে শনিবার পর্যন্ত ৬ দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও পোর্টের অভ্যন্তরীণ কার্যক্রম বন্ধ ছিলো ৪ দিন। তবে রবিবার সকাল থেকে আমদানি-রপ্তানি সহ পোর্টের অভ্যন্তরীণ সকল কার্যক্রম স্বাভাবিক হয়েছে।

হিলি (দিনাজপুর) প্রতিনিধি