বগুড়ায় ২৪ ঘণ্টায় আরও ১৬ মৃত্যু
বগুড়ায় গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গে আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে করোনায় ১ জন এবং করোনা উপসর্গে মারা গেছেন ১৬ জন।
সোমবার বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, বগুড়ার ৩ টি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার (২৫ জুলাই) সকাল ৮টা থেকে সোমবার (২৬ জুলাই) সকাল ৮ টা পর্যন্ত সময়ের মধ্যে ১৬ জনের মৃত্যু হয়। এ সময় নতুন করে আক্রান্ত হয়েছেন ১৭০ জন। একই সময়ে সুস্থ হয়েছেন ১৩৭ জন।
গত ২৪ ঘণ্টায় বগুড়ায় ৬২২ জনের নমুনা পরীক্ষা করে ১৭০ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। জেলায় আক্রান্তের হার ২৭.৩৩ শতাংশ। এ নিয়ে বগুড়ায় মোট আক্রান্তে সংখ্যা ১৮ হাজার ২৬৪ জন। এরমধ্যে সুস্থ হয়েছেন ১৫ হাজার ৭৫৪ জন। করোনায় এ পর্যন্ত মারা গেছেন ৫৩৯ জন। এখন চিকিৎসাধীন রয়েছেন ১ হাজার ৯৭১ জন।

অনলাইন ডেস্ক