শিবগঞ্জে বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ৫ আসামী গ্রেফতার
বগুড়ার শিবগঞ্জ থানা পুলিশ রবিবার রাতে বিশেষ অভিযান চালিয়ে নারী-শিশু অপহরণ, মাদক, যৌতুক ও গ্রেফতারী পরোয়ানা মূলে ৫ জন অপরাধীকে আটক করেছে।
আটককৃতরা হলেন নারী শিশু অপহরণকারীরা হলেন শিবগঞ্জ উপজেলার রায়নগর ইউনিয়নের অনন্তপুর গ্রামের রমজান আলী ছেলে মোঃ রিমন (২৮), মাদক মামলার আসামী শিবগঞ্জ সদর ইউনিয়নের আলাদীপুর গ্রামের মৃত রোস্তম আলীর ছেলে আব্দুর রশিদ (৫০), ময়দানহাট্টা ইউনিয়নের দাড়িদহ গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে দেলোয়ার হোসেন (৩৫), যৌতুক মামলা আসামী সৈয়দপুর ইউনিয়নের জীবনপুর গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে মাহমুদুল হাসান বাবু (২৭), গ্রেফতারি পরোয়ানা মূলে সৈয়দপুর ইউনিয়নেনর পূর্ব সৈয়দপুর গ্রামের সৈয়দ আলীর ছেলে মোস্ত (৩৭)।
এব্যাপারে শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম বলেন, থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ৫ আসামীকে আটক করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের নিয়মিত টহল জোদ্দার করা হয়েছে। অপরাধীদের আটক করতে পুলিশের নিয়মিত অভিযান অভ্যাহত থাকবে।

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি