শিবগঞ্জ অগ্রণী ব্যাংক এজেন্ট মীর বাবেল এর মৃত্যুতে বিভিন্ন মহলের শোক
বগুড়ার শিবগঞ্জ উপজেলা সাবেক চেয়ারম্যান ও বগুড়া জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এবং উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলমের চাচাতো ভাই ও আমজাদ হোসেন (ব্যাল) মীর এর ছোট ছেলে অগ্রণী ব্যাংক শিবগঞ্জ এজেন্ট শাখার ব্যবস্থাপক আলহাজ¦ মীর আবু হাসান সাজেদুর রহমান বাবেল (৪৪) করোনায় আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ...........রাযিউন।
বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ ও হৃদ রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল ৭ টায় মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তিনি ৫ বোন, স্ত্রী, মেয়ে বগুড়া শাহীন স্কুল এন্ড কলেজের ৭ম শ্রেণীর মেধাবী ছাত্রী মীর বুবলী রহমান (১৪) ও একই স্কুলের ৩য় শ্রেণীর ছাত্র একমাত্র ছেলে সিয়াম রহমান (১০) সহ অসংখ্যা গুণগ্রাহী রেখে গেছেন। উল্লেখ্য, ২ দিন পূর্বে তার একমাত্র বড় ভাই মীর বাবর (৬০) গত ২৩ জুলাই শুক্রবার করোনায় আক্রান্ত হয়ে তিনিও মৃত্যু বরণ করেন। দুই ভাইয়ের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। বাদ যহর বেতগাড়ী মীর বাড়ী হাফেজিয়া মাদ্রাসা মাঠে নামাজের জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
তার অকাল মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু, পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক, সাবেক উপজেলা চেয়ারম্যান মীর শাহে আলম, উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোঃ আজিজুল হক, সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান মোস্তা, পৌর আওয়ামীলীগ সভাপতি আলহাজ¦ আমিনুল হক দুদু, উপজেলা বিএনপি নেতা এবিএম কামাল সেলিম, মাষ্টার আব্দুর রাজ্জাক, এস.এম তাজুল ইসলাম, বুলবুল ইসলাম, ইদ্রিস আলী, আব্দুর রাজ্জাক, আবু তাহের, অধ্যক্ষ আব্দুল আলীম।

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি