প্রকাশিত : ২৭ জুলাই, ২০২১ ১৭:১২

পঞ্চগড়ে পরিবহণ শ্রমিকদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ

পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ে পরিবহণ শ্রমিকদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ

করেনা ভাইরাস সংক্রমন রোধে কঠোর বিধিনিষেধের কারণে ক্ষতিগ্রস্থ পরিবহণ শ্রমিকদের কাছে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করা হয়েছে। 

মঙ্গলবার দুপুরে সদর উপজেলা পরিষদ চত্বরে স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে ১০ কেজি করে চাল বিতরণ করেন জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম।

এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার আরিফ হোসেন, পৌর মেয়র জাকিয়া খাতুন, ভাইস চেয়ারম্যান কাজী আল তারিক, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ইসমাঈল হোসেন, পঞ্চগড় প্রেসকাবের সভাপতি সফিকুল আলম সফিক, পরিবহণ শ্রমিক নেতা আব্বাস আলী বক্তব্য দেন। বক্তারা করোনা পরিস্থিতিতে লকডাউন, স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রাখার গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে দুইশজন পরিবহণ শ্রমিককে ১০ কেজি করে চাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে তুলে দেওয়া হয়।

এসময় জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম বলেন, কঠোর বিধিনিষেধের কারণে ক্ষতিগ্রস্থ সকল শ্রেণি পেশার মানুষকে পর্যায়ক্রমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার তুলে দেওয়া হবে। এজন্য প্রশাসন ও জনপ্রতিনিধিরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

 

উপরে