প্রকাশিত : ২৭ জুলাই, ২০২১ ২১:৩২

আদমদীঘিতে ভ্যানচালক হত্যা মামলায় প্রদুল গ্রেপ্তার

আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা
আদমদীঘিতে ভ্যানচালক হত্যা মামলায় প্রদুল গ্রেপ্তার

বগুড়ার আদমদীঘির নশরৎপুর-কড়ই রাস্তার ধনতলা নামকস্থানে ভ্যানচালক শামীম হোসেন কে  হাত-পা বেঁধে স্বাশরোধে হত্যা করে ভ্যানগাড়ী ছিনতাইয়ের মামলার এক মাস পর সন্দেহে প্রদুল সাহা নামের এক ব্যাক্তিকে গ্রেপ্তার করে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরন করেছেন পুলিশ।  মামলার তদন্তকারী অফিসার এসআই ফজলুর রহমান ও ওসি তদন্ত আলমাস হোসেন গত সোমবার রাতে অভিযান চালিয়ে প্রদুল কে গ্রেপ্তার করেন। প্রদুল সাহা নওগাঁর রানীনগর উপজেলার খোলাগাড়ীর শ্রী অনিল সাহার ছেলে। প্রদুল সাহার বিরুদ্ধে শিবগঞ্জ থানা সহ বিভিন্ন থানায় একাধিক হত্যা ও চুরি মামলা রয়েছে বলে পুলিশ জানায়।

উল্লেখ, নওগাঁর রাণীনগর উপজেলার বেলতা গ্রামের সেকেন্দার ফকিরের ছেলে শামিম হোসেন গত(২৩জুন) বুধবার বিকেলে বাড়ী থেকে ভ্যান নিয়ে বের হয়ে নিখোঁজ হয়। পরেরদিন গত (২৪ জুন) বৃহস্পতিবার সকালে বগুড়ার আদমদীঘির নশরতপুর-কড়ই রাস্তার ধনতলা নামকস্থানে রাস্তার পার্শ্বে হাত-পা বেঁধে স্বাশরোধে হত্যা করে চার্জার ভ্যানগাড়ী ছিনতাই করে নিয়ে যায়। নিহতের ভাই বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন।

উপরে