গাবতলীতে স্বেচ্ছাসেবকলীগের প্রতিষ্ঠা বার্ষিকী ও জয় এর জন্মবার্ষিকী পালন
স্বেচ্ছাসেবকলীগের ২৭তম প্রতিষ্ঠা বার্ষিকী এবং প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি উপদেষ্ঠা সজিব ওয়াজেদ জয় এর ৫১তম জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল মঙ্গলবার বগুড়ার গাবতলী উপজেলা স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ফারুক আহম্মেদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাশেদ ইসলামের পরিচালনায় অন্যান্যদের মধ্যে ছিলেন জেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য মামুনুর রশিদ রয়েল, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি শাকিল ইসলাম বুলেট, জাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রিপন মিয়া, পৌর ছাত্রলীগের সভাপতি কৌশিক আহম্মেদ, স্বেচ্ছাসেবকলীগ নেতা পলাশ খন্দকার, কবির ইসলাম তিমু, লতিফুল বারী লাবলু, আদর খান, মোস্তাফিজার রহমান ওদু, ডালিম, সজিব, সুমন, সৌরভ, মোশারফ, রায়হান, মিলন, মুন, ছাত্রলীগ নেতা বাপ্পী, নাইম প্রমূখ। এর আগে বঙ্গবন্ধু’র প্রতিকৃত্বিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। আলোচনা সভা শেষে দোয়া মাহফিলে বঙ্গবন্ধু’র রুহের মাগফিরাত কামনা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর ছেলে তথ্য ও প্রযুক্তি উপদেষ্ঠা সজিব ওয়াজেদ জয় ছাড়াও বঙ্গবন্ধু ও আওয়ামী লীগ পরিবারের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

ষ্টাফ রিপোর্টার