পঞ্চগড়ে বৃষ্টির পানির অভাবে আমন ধানের চারা রোপণ কাজ ব্যহত
এখন বর্ষাকাল হওয়ায় প্রকৃতি নির্ভর আমন চারা রোপণের পুরো মৌসূম এখন। কিন্তু পঞ্চগড়ে ঘোর বর্ষা মৌসূমেও কাঙ্খিত বৃষ্টির দেখা মিলছে না। একনাগাড়ে দশ দিন বৃষ্টি না হওয়ায় অপেক্ষাকৃত উঁচু জমিগুলোতে এখনও চারা রোপণ করতে পারছে না কৃষকরা। এতে করে লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে সংশয় দেখা দিয়েছে। তবে কৃষি বিভাগ বলছে, জলবায়ু পরিবর্তনের কারণে বর্ষাকালে ঠিকমত বৃষ্টির দেখা মিলছে না। তবে সেচযন্ত্র ব্যবহার করে কৃষকদের আমন চারা রোপণের পরামর্শ দেয়া হচ্ছে। এতে করে আগামী এক সপ্তাহের মধ্যে আমন চারা রোপণের কাজ শেষ করবে কৃষকরা-এমনটাই আশা করছে কৃষি বিভাগ।
পঞ্চগড় জেলায় সাধারণত মধ্য আষাঢ় থেকে শ্রাবণ মাস পর্যন্ত আমন ধানের চারা জমিতে রোপণ করা হয়। চলতি বর্ষা মৌসূমের শুরুতেই কাঙ্খিত বৃষ্টিপাত হওয়ার সাথে সাথে চারা রোপণের কাজ শুরু করে কৃষকরা। ইতোমধ্যে অধিকাংশ জমিতে চারা রোপণের কাজও শেষ হয়েছে। বাকি রয়েছে পাট ক্ষেত ও অপেক্ষাকৃত উঁচু জমি। ঠিকমত একবার বৃষ্টি হলেই তারা চারা রোপণের কাজ শেষ করতে পারবে কৃষকরা। সর্বশেষ পঞ্চগড়ে বৃষ্টি হয়েছিল ১৯ জুলাই। এরপর থেকে আকাশে মেঘ জমলেও বৃষ্টির দেখা মেলেনি। পঞ্চগড়ের কৃষকরা এবারও আগাম বিভিন্ন জাতের পারিজাত ধানের চারা রোপণ করেছে। এই জাতের ধান বেশ খরা সহনশীল। ফলনও বেশ ভাল। অনাবৃষ্টি থাকলেও ধানের তেমন একটা ক্ষতি হয় না। আবার আগাম জাতের ধান আবাদ করে সাধারণ আমন ধানের আগেই ঘরে তোলা যায়। ধান কেটে ওই জমিতে আলু, গমসহ অন্যান্য আবাদ অনায়াশেই চাষ করা যায়।
পঞ্চগড় সদর উপজেলার সদর ইউনিয়নের বলেয়াপাড়া গ্রামের কৃষক হাশেম আলী জানান, আমি এবার প্রায় ১৮ বিঘা জমিতে আমন আবাদ করবো। ইতোমধ্যে ১৫ বিঘা জমিতে আমন চারা লাগানো হয়েছে। পানির অভাবে এখনও ৩ বিঘা জমিতে চারা লাগাতে পারিনি। আগামী এক সপ্তাহের মধ্যে বৃষ্টি না হলে এ জমিগুলো পতিত রাখতে হবে। সমস্যা হলো যেসকল জমিতে চারা লাগিয়েছি সেগুলোর পানির অভাবে শুকিয়ে যেতে শুরু করেছে। আগামী কয়েকদিন বৃষ্টি না হওল শ্যালো মেশিন দিয়ে পানি দিতে হবে। এতে করে উৎপাদন খরচ অনেক বেড়ে যাবে।
কৃষি বিভাগের তথ্য মতে, চলতি বর্ষা মৌসূমে পঞ্চগড় জেলায় উফসী, হাইব্রিড ও স্থানীয় মিলিয়ে ৯৯ হাজার ৯৬০ হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এখন পর্যন্ত ৭৭ হাজার ৮৫০ হেক্টর জমিতে চারা রোপণের কাজ শেষ হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মো. মিজানুর রহমান জানান, ইতোমধ্যে পঞ্চগড় জেলায় লক্ষ্যমাত্রার ৭৮ শতাংশ জমিতে আমন চারা লাগানোর কাজ শেষ হয়েছে। কয়েকদিন ধরে বৃষ্টি না হওয়ায় বাকি জমিতে চারা লাগানোর কাজ বিঘিœত হচ্ছে। তিনি বলেন, আমি জেলার বিভিন্ন উপজেলায় গিয়ে সেচ দিয়ে হলেও জমিতে চারা রোপণের পরামর্শ দিচ্ছি। আমাদের পরামর্শ মোতাবেক অনেক কৃষক শ্যালো মেশিনের পানি দিয়ে চারা রোপণের কাজ শুরু করেছে। আমরা আশা করছি আগামি চার-পাঁচ দিনের মধ্যে আমাদের লক্ষ্যমাত্রার চেয়ে অধিক পরিমান জমিতে আমন চারা রোপণ করা হবে।

পঞ্চগড় প্রতিনিধি