আদমদীঘিতে ৮০ বছরের বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার

বগুড়ার আদমদীঘির শিববাটি সিতাহার পাড়ার কবেজ উদ্দীন (৮০) বছর বয়সের এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছেন পুলিশ। এব্যাপারে থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে। ময়না তদন্ত ছাড়া লাশ দাফনের আনুমতি দেয় পুলিশ।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানাযায়, আদমদীঘির শিববাটি সিতাহার পাড়ার মৃত মেহের আলী আকন্দের ছেলে কাবেজ উদ্দীন আকন্দ গত (২৮ জুলাই) বুধবার ভোরে ঘরের বারান্দার বাঁশের তীরে গলায় দড়ির ফাঁস লাগানো ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পরিবারের লোকজন থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঝুলন্ত লাশ উদ্ধার করেন। সুরতহাল তদন্তকারী অফিসার এসআই রকিব হোসেন জানায়, কোন বাদী না থাকায় লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।