বগুড়ায় প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগে ভূয়া সাংবাদিক লুছেন্ট গ্রেফতার
.jpg)
বগুড়ায় প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগে ভূয়া সাংবাদিক মনির উদ্দিন লুছেন্ট( ৩৫) নামে এক প্রতারক চাঁদাবাজ গ্রেফতার হয়েছে। র্যাব জানায়, সে বগুড়া শহরের সুত্রাপুরের আব্দুল গফুরের ছেলে।
মঙ্গলবার দিবাগত রাত ১০ টার দিকে বগুড়া শহরের কলোনী বটতলা এলাকা থেকে র্যাব তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতনসহ একাধিক মামলা রয়েছে।
র্যাব -১২ বগুড়া ক্যাম্প সুত্র জানায়,ওই প্রতারক বিভিন্ন মেডিকেল ডায়াগনষ্টিক সেন্টার ও ফার্মেসিতে দীর্ঘদিন যাবত চাঁদাবাজি করে আসছিল। এমন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকালে তার নিকট হতে ভূয়া সাংবাদিকতার আইডি কার্ড, নগদ ৬ শ’ টাকা চাঁদাবাজির কাজে ব্যবহৃত মটর সাইকেল ও মোবাইলসেট উদ্ধার করা হয়েছে।
এদিকে আইন শৃংখলা বাহিনীর একটি সুত্র জানিয়েছে বগুড়ায় শতাধিক ভূয়া সাংবাদিক বিভিন্ন অপরাধের সাথে জড়িত। তাদের গ্রেফতারে আইন শৃংখলা বাহিনী মাঠে রয়েছে। বুধবার র্যাব ১২ বগুড়ার কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার (জি) বিএন আব্দুল্লাহ আল মামুন উপরোক্ত তথ্য নিশ্চিত করেন।
এব্যাপারে বগুড়া সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।