পঞ্চগড়ে পল্লী উদ্যোক্তাদের মাঝে স্বল্প সুদে প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনার ঋণ বিতরণ

পঞ্চগড়ে কোভিড-১৯ এ তিগ্রস্থ পল্লী উদ্যোক্তাদের মাঝে স্বল্প সুদে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনার ঋণ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড-বিআরডিবি পঞ্চগড়ের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কে ১০ জন মহিলা উন্নয়ন পল্লী উদ্যোক্তার মাঝে ঋণের চেক তুলে দেন জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আজাদ জাহান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফ হোসেন, পল্লী উন্নয়ন বোর্ড পঞ্চগড়ের উপ-পরিচালক মোহাঃ সামসুর রহমান, সদর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম ও পঞ্চগড় প্রেসকাবের সভাপতি সফিকুল আলম বক্তব্য দেন।
বিআরডিবি সূত্রে জানা গেছে পল্লী এলাকার প্রান্তিক জনগোষ্ঠির জীবনমান উন্নয়নে কুটির, ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতকে লক্ষ্য করে গ্রামীণ এলাকায় ঋণদান কার্যক্রম সম্প্রসারণের নিমিত্তে আর্থিক প্রণোদনা প্যাকেজের আওতায় পঞ্চগড় জেলায় ১০টি স্কিমে ১০ জন পল্লী উদ্যোক্তাকে নয় লক্ষ টাকা এবং ৭৪টি স্কিমে ৭৪ জন মহিলা উন্নয়ন পল্লী উদ্যোক্তার মাঝে ৬৭ লক্ষ টাকা ৪% লভ্যাংশে ঋণ প্রদান করা হচ্ছে।